News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বারবার বলছি, আসেন একসাথে বসেন : এমপি শামীম ওসমান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম ফেব্রুয়ারি ১৭, ২০২১, ০৩:২৯ পিএম
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এমপি শামীম ওসমান বলেছেন, চেষ্টা করতেছিলাম নারায়ণগঞ্জের সবাইকে নিয়ে একসাথে কাজ করার জন্য। কিছু কিছু মানুষ আছেন, যারা একসাথে কাজ করতে চাননা। আমরা ডাবল লাইন এনেছি, সেটি শহরে ঢুকলে এখন যেমন আছে তার চাইতে বেশি অকেজো হয়ে যাবে। ‘বারবার বলছি, আসেন একসাথে বসেন’। আমি রেলমন্ত্রীকে বলেছি চাষাঢ়া পর্যন্ত স্টপিজ করলে ভালো হয়। কিন্তু আমাদের মধ্যেই কেউ হয়তো বলবে, শামীম ওসমান রেললাইন চাষাঢ়া পর্যন্ত নিয়ে গেছে। যারা এসমস্ত নোংরা রাজনীতি করে, এপাড়-ওপাড় রাজনীতির করে, নোংরা কথাবার্তা বলে তারা এধরণের ঘটনা ঘটাবে। এখানে সাংবাদিকরা ভূমিকা নিতে পারে। সকল জনপ্রতিনিধিদের জিজ্ঞাসা করতে পারেন, আপনার কি চান? একবার যদি এটা হয়ে যায়, তবে শহরে চলাচল করা কঠিন হয়ে পড়বে। ২নং রেলগেট এলাকায় রেলওয়ের প্রচুর সম্পত্তি আছে, আমি বলেছি, সেখানে আপনারা হাসপাতাল থেকে শুরু করে যা ইচ্ছা করতে পারেন। সেখানে প্রচুর দামি সম্পত্তি। নারায়ণগঞ্জে ঢুকার রাস্তা ও বের হওয়ার রাস্তা যদি আলাদা হয়, দুটি ছোট ফ্লাইওভার করে দিলে নারায়ণগঞ্জ অনেক সুন্দর শহর হবে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয় প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন।