নগরীর বাবুরাইল এলাকায় জমকালো আয়োজনে ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর মঙ্গলবার রাতে ১ নং বাবুরাইল মাঠ বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই খেলাটির আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এ এইচ এম কারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) মোহাম্মদ জাকির হোসেন এবং ১ নং বাবুরাইল মাঠ বাস্তবায়ন কমিটির সভাপতি ও নাসিকের সাবেক প্যানেল মেয়র ১ আফসানা আফরোজ বিভা। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরোষ্কার তুলে দেন অতিথিরা।
এ সময় আফসানা আফরোজ বিভা বলেন, আসলে খেলাধুলাই আসল শক্তির জায়গা। আমাদের দেশের ছেলে মেয়রা খেলাধুলা থেকে দূরে সরে যাওয়ার কারণে মাদকাসক্ত হয়ে পড়ছে, মোবাইলে সারাদিন পাড় করে দিচ্ছে এবং কিশোর গ্যাংএ জড়িয়ে পড়ছে। আমাদের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এখন কিশোর গ্যাং‘র অভাব নেই। এটার একমাত্র কারণ তারা খেলাধুলা থেকে সরে যাচ্ছে। এই সমাজ থেকে খেলাধুলা হারিয়ে গেছে বললেই হবে। কিন্তু আমাদের সাবেক মেয়র নারায়ণগঞ্জ সিটিতে অনেকগুলো মাঠ করে দেওয়ার কারণে ছেলেপেলেরা খেলতে পারে পাশাপাশি এলাকার ময়-মুরুব্বিরা হাঁটাচলাও করতে পারে। কিন্তু আমাদের ১ নং বাবুরাইলের এই মাঠটা দখল করার জন্য কিছুকিছু লোক চেষ্টা করছে। তারা আওয়ামীলীগের ক্যাডারদের কাছে এই মাঠের পাওয়ারও দিয়েছিলো। যদি এই সম্পত্তি আপনাদেরই হয়ে থাকে তাহলে আরেকজনকে কেন পাওয়ার দিয়েছিলেন? বাবুরাইলের মানুষ যদি আমার পাশে থাকে আমি কখনো এখানে কাউকে ঢুকতে দেবোনা। মাঠ থাকবে মাঠের জায়গায়।
আপনার মতামত লিখুন :