News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

রূপগঞ্জে নির্মিতব্য ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি সভাপতি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | রূপগঞ্জ প্রতিনিধি : প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪, ০৮:১৯ পিএম রূপগঞ্জে নির্মিতব্য ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি সভাপতি

২০৩১ আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ কাজের পরিকল্পনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনিয়মের অভিযোগে ওই স্টেডিয়ামসহ বিসিবির আর্থিক বিষয়াদি খতিয়ে দেখার কথা জানিয়েছে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। একইসঙ্গে স্টেডিয়াম নির্মাণকাজের দরপত্র গ্রহণ প্রক্রিয়াও বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

শনিবার (৩১ আগস্ট) শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শনে আসেন ফারুকসহ বিসিবির অন্য কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম, নতুন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজন।

এর আগে, গত বৃহস্পতিবার বিসিবির প্রথম সভা শেষে স্টেডিয়ামটির দরপত্র বাতিলের কথা জানিয়ে সভাপতি ফারুক বলেন, ‘বাতিল হয়েছে কারণ, আপনারা জানেন এত বড় প্রকল্পের জন্য মন্ত্রণালয়ের একটা ব্যাপার থাকে। ওখান থেকে আমরা খুব বেশি হ্যাঁ বা না, কোনোটিই পাইনি। আর যেহেতু সময় নেই, আগামীকালই শেষ দিন, এজন্য আমাদের এটা করতে হতো (বাতিল)। যদি পরিস্থিতির উন্নতি হয়, যদি আমরা মনে করি, রিভাইজ করে কিছু করা যায় কি না, তাহলে আমরা চেষ্টা করব নতুন করে কিছু করার জন্য।’

এছাড়া স্টেডিয়ামটির নাম এবং নৌকার আদলে হওয়া নকশাতেও পরিবর্তন করা হবে বলে জানা গেছে। স্টেডিয়াম পরিদর্শনের কথা জানিয়ে ওই সময় আরও বলা হয়, ‘এই মাঠ আমরা সবাই মিলে দেখতে যাচ্ছি। কারণ যে টাকাটা খরচ হয়েছে তার শতভাগ তো পাওয়া যাবে না, কারণ প্রকল্প অনেক বড় ছিল। ওখান থেকে আমরা ছোট করে যতটাকা খরচ হয়েছে, কিছু যদি আমরা রিকভারি করতে পারি সেই চেষ্টা করব। ধরুন, খেলার দুটো মাঠ যদি আমরা করতে পারি মূল নকশা ঠিক করে, সেই চেষ্টা করব। কনসালটেন্সি ফার্মকে কিছু টাকা যে দেওয়া হয়েছে, ওখান থেকে আমরা কিছু রিটার্ন পাই কি না সেটাও দেখা হবে।’

Islams Group
Islam's Group