News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

নারায়ণগঞ্জে অনেক পীর পরের জায়গা লুণ্ঠন করেছেন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ১১:১৯ পিএম নারায়ণগঞ্জে অনেক পীর পরের জায়গা লুণ্ঠন করেছেন

হেফাজতে ইসলামের নায়েবে আমীর ও ডিআইটি জামে মসজিদের খতিব আব্দুল আউয়াল বলেছেন, আমাদের দেশে অনেক পীরসাব আছে পরের জায়গা লুণ্ঠন করে বিশাল অট্টালিকা বানিয়েছে। মানুষের সম্পদ জোর করে দখল করেছে। নাম বললে অতৃপ্তি হবে এখানেও অনেক বড় বড় দরবার আছে। একসময় আমাদের কাছে এসে অনেক বড় কথা বলতো। সমস্ত কাগজ এক করে নিজেই জায়গা দখল করেছে। অনেক দিন পর্যন্ত মামলা চলেছে।

শুক্রবার (১৮ অক্টোবর) জুমআর নামাজের খুতবার বয়ানে তিনি এসব কথা বলেন।

আব্দুল আউয়াল বলেন, ফুলের তোড়া দিলে কিছু লাভ হবে না। কবরের আযাব কমবে না। দুনিয়ার জীবনে ফুলের কি মানে আছে। যে মরে গেছে তার আমল নিয়ে কবরে যাচ্ছে। তার জন্য সকলে দোয়া করলে আল্লাহ তাকে মাগফেরাত দেয়। সেটা না করে গার্ড অব অর্নার নিয়ে বসে থাকো। এগুলো শরীয়তে অ্যালাউ করে না।

তিনি আরও বলেন, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে তখন তার উপর বিভিন্ন রকমের আযাব নেমে আসে। রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করণেওয়ালাদের কোটি কোটি মানুষের কাছে মাফ চাইতে হবে। কারণ সম্পদের মালিক একজন নয় এদেশের কোটি কোটি জনগণ। বিদ্যুতে গিয়ে দুর্নীতি করে গ্যাসে দুর্নীতি করে বিভিন্ন কাজে দুর্নীতি করে কেয়ামতের ময়দানে সমস্ত মানুষের সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে। এজন্য জাহান্নামে যেতে হবে।

আব্দুল আউয়াল বলেন, ফিলিস্তিনিদেরকে হত্যা করা হচ্ছে। মুসলমান হিসেবে তাদের উপর নির্যাতন নিপীড়ন চলছে তাদেরকে শেষ করে দিচ্ছে আমরা কিছুই করতে পারছি না। মুসলিম জাতিকে ইহুদিরা শেষ করে দিচ্ছে আর সারা বিশ্বের মুসলমানরা নিজেরা আরাম আয়েশ করে ঘুমাচ্ছি আর খাচ্ছি এটা মুসলমানের হক? মুসলমানরা এতটুকু কাজ করে আল্লাহর কাছে রেহাই পেয়ে যাবে। মুসলমান সব এক শরীরে গাঁথা।

তিনি বলেন, ইসরাইল একটা শক্তি এই ইহুদি শক্তিটাকে সমস্ত মদদ যোগাচ্ছে আমেরিকা। তারা তাদের অস্ত্র ব্যবসা বিভিন্ন রকমের সুবিধার জন্য ইসরাইলকে সর্বত্র সহযোগিতা করছে। এরা আমাদের মুসলমানদেরকে এভাবে হত্যা করতেছে সারা বিশ্বে যারা শক্তিশালী ইসলামিক দেশ কেবল আওয়াজ দিয়েছে। ইরান ছাড়া আর কেউ শক্তিশালী ভূমিকা রাখে নাই।

 

Islam's Group