News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ২০ মাঘ ১৪৩১

আওয়ামী লীগে তালা বিএনপি উধাও


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ১০:২৫ পিএম আওয়ামী লীগে তালা বিএনপি উধাও

দেশের রাজনীতি এককালীন ক্ষমতায় ছিলো আওয়ামীলীগ ও বিএনপি। টানা ক্ষমতায় থাকাকালে আওয়ামীলীগের নারায়ণগঞ্জ কার্যালয়টি দ্বিতীয় তলা নির্মাণ করা হয়। অন্যদিকে আওয়ামীলীগ সরকার দ্বিতীয় ক্ষমতা চলাকালে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপি কার্যালয় ভেঙ্গে বহুতল ভবন নির্মাণ করে সিটি কর্পোরেশন। আওয়ামীলীগ সরকার পতনের আন্দোলনে গত বছর ১৮ জুলাই নারায়ণগঞ্জ জেলা মহানগরের দলীয় কার্যালয় হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র-জনতা। এর ফলে বিগত ৮ বছর যাবৎ জেলা মহানগর বিএনপি কার্যালয় বিহীন রাজনীতিতে সক্রিয় রয়েছেন। অন্যদিকে কার্যালয় বিহীন ছয় মাসের বেশি সময়ে আত্মগোপনে চলে গেছেন জেলা মহানগর আওয়ামীলীগের নেতাকর্মীরা।

জানা যায়, গত বছর ১৮ জুলাই পুলিশের সঙ্গে কোটা বিরোধী শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। এতে বিকালে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত জেলা মহানগর আওয়ামী লীগের কার্যালয় এবং ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে আন্দোলনকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টায় আন্দোলনকারীরা হঠাৎ দুই ভাগে বিভক্ত হয়ে পুলিশ বক্স ও আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায়। কার্যালয়ের ভেতরে থাকা টেবিল, চেয়ার, আলমারি, এসি, ফ্যান ভাঙচুর করে। একই সময়ে পুলিশ বক্সের ভেতরে চেয়ার টেবিল ভাঙচুর ও জানালার কাচ ভেঙে ফেলে। দুই সপ্তাহ পর ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে আবারো হামলা লুটপাটে পরিত্যক্ত ভবনের রূপ নেয়। এতে ছিন্নমূল মানুষ রাতে জীবনে কারণে টিন শেড নিয়ে ব্যারিকেড নিয়ে বন্ধ করা হয় আওয়ামীলীগের কার্যালয়। ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। এর তিন দিন পর তাকে নাসিক মেয়র থেকে অপসারিত করে অন্তবর্তী সরকার।

আট বছর হলো কার্যালয়বিহীন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি। জেলা ও মহানগর বিএনপি সভাপতি বাড়ী ও অফিসে অস্থায়ী কার্যালয় রূপ দেয়া হলেও এখন হোটেল ও কমিউনিটি সেন্টারে চলমান মহানগর বিএনপি কার্যক্রম। অন্যদিকে গত বছর ২৬ ডিসেম্বর জেলা বিএনপি বিলুপ্ত হওয়া পর সাবেক সভাপতি কার্যালয়ে বিএনপি কার্যালয় মুক্ত হয়ে রয়েছে।

এর আগে ২০১৭ সালের ১ ফেব্রæয়ারি ডিআইটি এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির কার্যালয়টি ভেঙে দেয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। সে সময় কার্যালয় না ভাঙতে একটি মামলাও দায়ের করা হয়েছিল। সে মামলায় নাসিক জয়ী হয়ে দুইদিন পর ভেঙ্গে দেয়া হয় ভবনটি। পরবর্তীতে স্বস্থানে বিএনপির কার্যালয় ফিরিয়ে দেয়ার আশ্বাস দিলেও ভবনটির দোকানগুলো ইতোমধ্যে বরাদ্দ হয়ে গেছে বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ বিএনপির কার্যালয় প্রায় পৌনে চার বছর ধরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সঙ্গে আইনি লড়াই চালিয়ে একটি মামলায় হেরে যায় বিএনপি। ২০১৭ সালের ৩০ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা যুগ্ম জজ আদালত এ মামলার রায় ঘোষণার ধার্য তারিখ ছিল। সেদিন বিকালে আদালত বিএনপির আপিল খারিজ করে দেন। ফলে সিটি করপোরেশনের জন্য এখানে কোনও স্থাপনা ভাঙতে আর কোনও বাধা রইলো না বলে জানান সিটি করপোরেশনের আইনজীবী অ্যাডভোকেট আকবর হোসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতাকর্মী জানান, ১৯৯৭ সাল থেকেই এখানে বহুতল ভবন নির্মাণ করার চেষ্টা করে ওই সময়ের পৌরসভা যা বর্তমানে সিটি করপোরেশন। তখন থেকেই এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ নোটিশ আদান প্রদান শুরু হয়। এরই মধ্যে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকা সময়ে জেলার ৫টি সংসদীয় আসন ও দুইজন প্রভাবশালী মন্ত্রী থাকার পরেও কেউ কার্যালয় স্থায়ীকরণের উদ্যোগ নেয়নি।

Islam's Group