News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ২০ মাঘ ১৪৩১

আমরা ১৬ বছর ১৬ মিনিট ঠিকমত থাকতে পারি নাই : টিপু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৫, ১০:৩৮ পিএম আমরা ১৬ বছর ১৬ মিনিট ঠিকমত থাকতে পারি নাই : টিপু

আওয়ামী লীগ সরকার পতনের প্রায় ৬ মাস হতে লাগলেও সাবেক এমপি সেলিম ওসমান এবং সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এখনো নারায়ণগঞ্জ নিয়ন্ত্রণ করছেন বলে বিষ্ফোরক মন্তব্য করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

৩০ জানুয়ারি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রশাসনের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন যা নিয়ে বিষ্ময় সৃষ্টি হয়েছে গোটা জেলাজুড়ে। এখনো তারা কি করে নারায়ণগঞ্জ নিয়ন্ত্রণ করছে তা তদন্ত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে নগরবাসী।

আলোচনা সভায় প্রশাসনের উদ্দেশ্যে টিপু বলেন, আওয়ামী লীগের দোসররা এখনো জেলের বাহিরে। বিগত ১৬ বছর আমাদের ১৬ মিনিটও ঘরের বাহিরে থাকতে দেননি। এখন কিভাবে তার পারছে? এসপি সাহেব, ডিসি সাহেবের কাছে বিশেষ অনুরোধ থাকবে যারা বৈষম্যবিরোধী ছাত্র হত্যার আসামি, ভিডিও ফুটেজ দেখে দেখে তাদের গ্রেফতার করতে হবে। সেলিম ওসমান সাহেব এখনো ঢাকায় বসে নারায়ণগঞ্জ নিয়ন্ত্রণ করেন। সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভী এখনো বাসায় বসে সিটি নিয়ন্ত্রণ করেন। তাদের গ্রেফতার করতে আপনাদের ভয় কোথায়? কেনো আপনারা তাদের গ্রেফতার করছেন না? অতএব এখানে স্বৈরশাসকের ভূত আছে।

আইভী ও সেলিম ওসমানের গ্রেফতার দাবি নতুন কোনো বিষয় না। এর আগে গত ১৬ জানুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেলিম ওসমান, শামীম ওসমান এবং ডা. সেলিনা হায়াৎ আইভীর গ্রেফতারের দাবি জানান বিএনপি নেতারা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, কোনো গডফাডারের প্রেতাত্মা যেন আপনার (জেলা প্রশাসক) সাথে ছবি তুলতে না পারে। নারায়ণগঞ্জের সকল সমাধানের আগে গডফাডারদের গ্রেফতার করতে হবে। এখনও বিভিন্ন জায়গায় এদের দোসরা বসে রয়েছে। যারা গডফাদারদের কথায় ঠিকমতো কাজ করে না। সেলিম ওসমান এখনও ঢাকায় বসে বিভিন্ন সেক্টর নিয়ন্ত্রণ করছে। তিনি বিভিন্ন ব্যবসায়ী সংগঠন নিয়ন্ত্রণ করছেন। শামীম ওসমান, আজমেরী ওসমান ও অয়ন ওসমানকে গ্রেফতার করতে হবে। ডা. সেলিনা হায়াৎ আইভী বাসায় অবস্থান করছে। তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না। এদেরকে গ্রেফতার করলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে।

Islam's Group