বন্দর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর সভাপতি প্রার্থী এস এম রোমান হোসেন বলেছেন, খেলা মানুষের মনকে ভালো রাখে। খারাপ কাজ থেকে বিরত রাখে মাদক কাজ থেকে বিরত রাখে। যারা এই খেলার আয়োজন করেছেন তাদেরকে সাধুবাদ জানাই। আমরা যারা তরুণ সমাজ আছি তাদেরকে এই খেলাধূলাকে উৎসাহিত করা উচিত।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে ২৫ নং ওয়ার্ডের চৌরপাড়া এলাকায় আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন দক্ষিণ লক্ষণখোলা ক্রীড়া সংগঠনের উদ্যোগে এই নারায়ণগঞ্জ জুনিয়র ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টের সহযোগিতায় ছিলেন সেবা বাজার, চৌরাপাড়া দেশ প্রেমিক সংগঠন ও ক্যারিয়ার বুস্টার কোচিং একাডেমী। আয়োজনে ছিলেন-সৈয়দ তন্ময়, মো. রাতুল ও বিশাল সূত্রধর।
এস এম রোমান হোসেন বলেন, আমি নিজে একজন ছাত্র। আমি ছাত্রদের জন্য কাজ করতে চাই। ছাত্রদের যে কোনো ভালো উদ্যোগে আমি পাশে থাকবো। আমরা ছাত্রদল করি। ছাত্রদল এমন একটা দল যাতে আমাদের দেখে মানুষ শিখে। আমরা ছাত্রলীগের মতো হতে চাই না। আমাদের দেখে মানুষ ভালো কিছু শিখবে সেই প্রত্যাশা করি।
তিনি আরও বলেন, ছাত্রদল একটা আইডল। ছাত্রদল যারা করবেন তাদের দেখে যেন অন্যরা ছাত্রদল করতে আগ্রহ প্রকাশ করে সেই কাজ করতে হবে। মা-বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হবে।
আপনার মতামত লিখুন :