News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিএনপি চেয়ে জামায়াতে ইসলামী পোক্ত অবস্থান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ১১:১০ পিএম বিএনপি চেয়ে জামায়াতে ইসলামী পোক্ত অবস্থান

৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর নারায়ণগঞ্জে বিএনপি চেয়ে পোক্ত অবস্থানে রয়েছেন জামায়াতে ইসলামী। টানা কর্মী সভা ও জেলা মহানগর সহ সকল ইউনিটের কমিটি গঠনের মাধ্যমে দলের নেতা-কর্মীদের শক্ত করেছে সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে। অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশে জামায়াতে ইসলামী ও গণ আন্দোলনের ছাত্র নেতৃত্ব পক্ষে কৌশলী হয় বিএনপি। কেন্দ্রীয় ভাবে দুই দলই  আগামী জাতীয় নির্বাচন সামনে রেখেই কৌশল রূপ নিয়ে নেতারা।

আওয়ামী লীগ-জাতীয় পার্টি বিহীন নারায়ণগঞ্জ যখন শান্ত পরিবেশ তখনই বিএনপি গ্রুপিং লবিংয়ে দ্ব›দ্ব কোন্দল আরো ছড়িয়ে পড়েছে। এদিকে জামায়াতে ইসলামী বিগত কয়েক বছর যাবৎ নারায়ণগঞ্জে প্রকাশ্যে কোন কর্মসূচি পালন করতে পারেনি। বরং ঝটিকা কর্মসূচি তাদের রাজপথে থাকার প্রকাশ্যে দেখা যেত। সে জামায়াতে ইসলামী ৫ আগস্ট গণ-আন্দোলনের আগে পরে প্রকাশ্যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অবস্থানে রাজপথে কাঁপিয়ে তুলেছেন। ইতোমধ্যে জামায়াত-শিবিরের একাধিক সাবেক ও বর্তমান নেতারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী গণ-আন্দোলনের রাজপথে থাকা ছবি ও ভিডিও প্রকাশ করেছে।

নারায়ণগঞ্জে বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামী নেতাদের এক মঞ্চে থাকতে দেখা গেছে। অন্যদিকে স্থানীয় একটি পত্রিকার প্রয়াত ভারপ্রাপ্ত সম্পাদকের স্মরণ সভায় জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য আহবায়ক ও মহানগর বিএনপি সদস্য সচিবকে সদস্য সচিব করা হয়েছে। একই সাথে সামাজিক অনুষ্ঠানে জেলা ও মহানগর বিএনপি নেতাদের পাশে জামায়াতে ইসলামী ও শিবিরের নেতাদের বসতে দেখা গেছে। এতে করে বিএনপি নেতাদের সাথে সখ্যতা আবারো প্রকাশ পায়।

৫ আগস্টের গণ-অভ্যুত্থানে দেশের প্রেক্ষাপট বদলের পর তাঁরা জামায়াতে ইসলামীর মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন লক্ষ করা গেছে। সেটি হলো দলটি আর বিএনপির পেছনে না থেকে নিজেরাই ক্ষমতাপ্রত্যাশী হয়ে উঠেছে এবং সে অনুযায়ী জামায়াতের নেতারা কথা বলছেন, রাজনৈতিক কর্মসূচি পালন করেছেন। আগস্ট বিপ্লবের পরই দলটির শীর্ষ নেতৃত্বের রাজনৈতিক মনোজগতের এই পরিবর্তন বিএনপির নেতৃত্বকে কৌশলী হতে বাধ্য করছে।

জামায়াতে ইসলামীর শূরা সদস্য মাওলানা মাইনুদ্দিন আহম্মেদ বলেন, দেশের স্থিতিশীলতার জন্য মৌলিক বিষয়গুলোতে বিএনপি-জামায়াতসহ সবার ঐকমত্য থাকাটা জরুরি। কারণ, রাজনৈতিক বিভাজন দেশকে সংকটে ফেলে দিতে পারে।

এ ছাড়া আগামী সংসদ নির্বাচনে গভীর ভাবে পর্যলোচনা করে যাচ্ছেন জামায়াত। জামায়াত সংস্কারকেই প্রাধান্য দিচ্ছে বেশি। কারণ, প্রেক্ষাপট বদল হলে আবারও স্বৈরতন্ত্র ঝেঁকে বসতে পারে, এই ভয়ে। এ ছাড়া ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষা, প্রশাসনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও পদায়ন নিয়ে বিএনপি এবং জামায়াতের সমর্থকদের মধ্যে বিরোধ দেখা যায়। কোথাও কোথাও দখল-চাঁদাবাজি নিয়েও দ্ব›দ্ব সমালোচনা করতে শুনা গেছে।

জামায়াতের সঙ্গে যাতে দ্ব›দ্ব-বিরোধ না বাড়ে, সেদিকে সতর্ক থাকার অভিমত দেন বিএনপির একাধিক নেতাদের। বিশেষ করে, তাঁরা নির্বাচন ও জাতীয় ঐকমত্যের প্রশ্নে যাতে কোনো দুরত্ব তৈরি না হয়, সেদিকে সজাগ থাকার কথা জানিয়েছেন।

Islam's Group