বিএনপির অঙ্গসংগঠনের ইউনিট কমিটি গঠনের আভাস শুরু হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের চারটি ইউনিটের কর্মী সভায় করা হয়েছে। এর মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে চারটি ইউনিটের আংশিক কমিটি আসতে যাচ্ছে। এদিকে গত সপ্তাহে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এর ফলে আগামী মাসে মহানগর যুবদলে চারটি ইউনিটের কর্মী সভা আয়োজনে টিম গঠন করতে যাচ্ছে। মহানগরের সদস্য সচিব শাহেদ আহম্মেদ জানিয়েছেন, পূর্ণাঙ্গ কমিটি পর আমরা দ্রুত সময়ে চারটি ইউনিটের কর্মী সভা করতে যাচ্ছি। এতে করে থানা ও উপজেলা কর্মী সভা আয়োজনে পাচঁ/সাত জনের টিম করে দেয়া হবে।
২০২৩ সালের ২৯ আগস্ট নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এই কমিটি অনুমোদন দেন। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের মাহাবুবুর রহমানকে আহবায়ক, সালাহউদ্দিন সালুকে সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিককে করা হয়। অন্যদিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাখাওয়াত হোসেন রানাকে আহবায়ক, মমিনুর রহমান বাবুকে সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন মির্জা জনিকে করা হয়। এর ৪৭ দিন পর নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের ৫১ সদস্য অনুমোদন দেওয়া হয়। কমিটিতে যুগ্ম-আহবায়ক পদে মো. সাহেব উল্লাহ রোমান, মো. হামিদুর রহমান সুমন, মো. দুলাল হোসেন, মো. শাহিন আহম্মেদ, মো. মাহাদী হাসান মিঠু, মো. রাকিব আহমেদ ডালিম প্রধান, ভিপি নজরুল ইসলাম, মো. রেজাউল করিম, মো. শাকিল আহমেদ, মো. আক্তার হোসেন, মো. রাইয়ান হককে কমিটিতে স্থান দেয়া হয়। সদস্য পদে আছেন, মো. আমান শিকদার (দপ্তরের দায়িত্বে), মো. হাসানুজ্জামান লিমন (সহ-দপ্তরের দায়িত্বে), মো. শরিফুর রহমান, মো. জাকির হোসেন জুয়েল, মো. সাইফুল ইসলাম, মো. মুনতাছির রহমান স্বজন, মো. রাজা মিয়া, মো. রুহুল আমিন, মো. আমিনুল ইসলাম, মো. আনিচুর রহমান রানা, মো. উজ্জল হোসেন, মো. আক্তার হোসেন টুটুল, মো. মিজানুর রহমান, মো. রবিউল ইসলাম রবি, মো. আরমান সরদার, মো. আনিছুল হক বাবু, মো. গোলাম মোস্তফা, মো. মনির হোসেন (১১ নং ওয়ার্ড), মো. রুবেল হোসেন (গোগনগর), মো. মাহবুব হোসেন, বাধন মজুমদার, মো. মাহাবুবুর রহমান, মো. জামাল হোসেন, মানিক মন্ডল, মো. বোরহান ঢালী, মো. লুৎফুর রহমান লিটন, মো. ইসমাইল খান, মো. আলমগীর, মো. জুবায়ের আহমেদ রোহান, মো. আকিব কাউসার, মনির হোসেন (১২ নং ওয়ার্ড), মো. আনোয়ার হোসেন আনু, মো. শাহাবুদ্দিন, মো. রোমান ইসলাম, মো. আফসার কাজী।
প্রায় এক বছর তিন মাস পর মহানগরের চারটি ইউনিটের কর্মী সভায় আয়োজন করে মহানগর স্বেচ্ছাসেবক দল। ওই সভাতে কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক রাজীব আহসানে উপস্থিতিতে ত্যাগি নির্যাতিত নেতাদের মূল্যায়নের কথা তুলে ধরেন ইউনিটের নেতারা। একই সাথে যারা ৫ আগস্টে পর স্বেচ্ছাসেবক দলে ভীড় জমিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও করেন।
আপনার মতামত লিখুন :