News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিএনপির নেতাদের ‘সব চাই’


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ১০:২৮ পিএম বিএনপির নেতাদের ‘সব চাই’

‘সবকিছুতেই আমার চাই’ যেন এই নীতিতেই চলছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তারা একের পর এক সেক্টর দখলে নিচ্ছেন। স্কুলের ম্যানেজিং কমিটি থেকে শুরু করে কোনো কিছুতেই তারা বাদ যাচ্ছেন না। এমনকি একজন শীর্ষ পর্যায়ের নেতা হয়েও সামান্য বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে দৌড়াদৌড়ি করে থাকেন। এতে তাদের বিন্দুমাত্রও বাধ সাধছে না।

বিভিন্ন পর্যায়ের কথা বলে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবকিছুতেই গিয়ে নাক গলাচ্ছেন। যোগ্যত থাকুক আর না থাকুক কোনো কিছুই বাদ দিচ্ছেন না। বিএনপির এমন অনেক নেতা আছেন যারা নিজেদের ওজন ধরে না রেখেই স্বার্থ আদায়ের জন্য প্রশাসনিক পর্যায়ে নিয়মিত দৌড়াদৌড়ি করে থাকেন। সামান্য বিষয় নিয়ে সুপারিশের জন্য অনেক্ষণ সময় নিয়ে ডিসি অফিসে গিয়ে বসে থাকেন।

আওয়ামী লীগের ক্ষমতা ছাড়ার মধ্য দিয়ে দীর্ঘদিন পর জিম্মীদশা থেকে মুক্তি পাওয়ার পর নারায়ণগঞ্জ বিএনপির নেতারা যেন এরকম নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। কোথাও কাউকে মানছেন না। যে যেভাবে পারছেন সবকিছু নিজের করে নিচ্ছেন। সেই সাথে নিজের বলয় বড় করার জন্য কোনো রকমের বাছ বিচার না করেই কাজকর্ম করে যাচ্ছেন। অনেক সময় সিনিয়র পর্যায়ের নেতারা জুনিয়র পর্যায়ের নেতাদের সাথে প্রতযোগিতায় লিপ্ত হচ্ছেন। বিএনপির নেতাকর্মীদের কেউ কেউ আবার নানা বিতর্কিত কর্মকান্ডেও জড়িয়ে যাচ্ছেন। কেউ কারও নির্দেশনা মানছেন না। এমনকি শীর্ষ নেতাদের নির্দেশনাকেও উপেক্ষা করে যাচ্ছেন নেতাকর্মীরা।

সূত্র বলছে, দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো আওযামী লীগ। আর এই ক্ষমতায় থাকাবস্থায় নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা অনেক নির্যাতন নীপিড়নের শিকার হয়েছেন। দিনের পর দিন মাসের পর মাস এবং বছরের পর বছর বিএনপির নেতাকর্মীদেরকে পরিবার পরিজন ছেড়ে দিন যাপন করতে হচ্ছে। সেই সাথে তারা আন্দোলন সংগ্রামেও অংশ নিতে পারতেন না। ব্যবসা বাণিজ্যেও নানাভাবেই বাধার শিকার হয়েছেন। সব মিলিয়ে তাদের যেন স্বাভাবিক জীবন যাপন ছিলো না।

এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়। আর এই পতনের সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা গাঁ ঢাকা দিয়েছেন। এই অবস্থায় একদম খালি মাঠে রয়েছে বিএনপি। দীর্ঘদিন পর খালি মাঠে নারায়ণগঞ্জ বিএনপি যেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছেন। কেউ কাউকে মানছেন না। বিএনপির সিনিয়র পর্যায়ের নেতারাও নিজের ওজন পরিমাপ করতে পারছেন না।

অনেক সময় নিজেরাই নিজেদের সাথে প্রভা আধিপত্যের লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন। বিএনপির নেতাকর্মীরাই যেন বিএনপির নেতাকর্মীদের প্রতিদ্ব›দ্বী হিসেবে আবির্ভাব হয়েছেন। প্রতিনিয়তই নারায়ণগঞ্জের কোনো না কোনো এলাকায় কোনো না কোনো বিষয় নিয়ে নিজেদের মধ্যে প্রতিদ্ব›দ্বীতার খবর পাওয়া হচ্ছে। পাশাপাশি শীর্ষ পর্যায়ের নেতারা নির্দেশনা দিয়েছেন একরকম কিন্তু অধস্তন নেতাকর্মীরা করছেন আরেকরকম।

নূন্যতম একটি স্কুলের ম্যানেজিং কমিটির পদে আসার জন্য বিএনপির শীর্ষ পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতারা কয়েকভাগে বিভাগে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বীতায় অবতীর্ণ হচ্ছেন। একই অবস্থা চলছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব পর্যায়ে আসার জন্য। নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা গিয়ে সামাজিক সংগঠনের নেতৃত্ব তদবির করে যাচ্ছেন। সেখানে আবার অপেক্ষা জুনিয়র পর্যায়ের নেতারাও আসতে চান।

এদিকে নিজ দলের নেতাকর্মীরাই নিজ দলের নেতাকর্মীদের কুপিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করছেন। এতে কারও কারও জীবন নিয়েও শঙ্কা সৃষ্টি হয়ে থাকে। গত ৫ আগস্টের পর থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় এসকল ঘটনা ঘটছে। সেই সাথে এসকল ঘটনায় আবার নিজ দলের নেতাকর্মীরাই নিজেদের বিরুদ্ধে মামলা করছেন।

এরই মধ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করেছে বিএনপির অন্য গ্রুপের নেতাকর্মীরা। এসময় মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও যুবদল নেতা মুন্নাকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। সেই সাথে আরও প্রায় ১০ জন আহত হয়েছেন। গত ৬ সেপ্টেম্বর বিকেলে বন্দর উপজেলার নবীগঞ্জ তিন রাস্তার মোড়ে এই হামলার ঘটনা ঘটে।

অন্যদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপিও কয়েক গ্রুপে বিভক্ত হয়ে রাজনীতি করে আসছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাবস্থায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন সহ তার অনুসারীরা ঐকব্যদ্ধভাবেই কর্মসূচি পালন করলেও গত ৫ আগস্টের পর থেকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কয়েক গ্রুপে বিভক্ত। বিতর্কিত কর্মকান্ডের অভিযোগে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।

এছাড়াও কেউ কেউ আবার জেলা ও মহানগর বিএনপিতে কর্তৃত্ব বজায়ের চেষ্টাও অবতীর্ণ হয়েছেন। বিভিন্ন ভাবে জেলা ও মহানগর বিএনপিতে নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করে যাচ্ছেন। বিভিন্নভাবে তার অনুসারীদের জাগিয়ে তুলেছেন।

Islam's Group