স্টাফ রিপোর্টার : কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেন, বাংলাদেশের মধ্যে ঢাকার পরে গুরুত্বপূর্ণ দুই একটি জায়গার মধ্যে অন্যতম হচ্ছে নারায়ণগঞ্জ। অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে। এই নারায়ণগঞ্জের রাজনীতির মাধ্যমে বাংলাদেশের অনেক কিছুর আবর্তন বিবর্তন পরিবর্তন হয়ে থাকে। স্বেচ্ছাসেবক দল গত ১৭ বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছে।
মঙ্গলবার ২১ জানুয়ারি বিকেলে মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এদিন শহরের ডনচেম্বার এলাকার সলিমুল্লাহ সড়কে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
রাজীব আহসান বলেন, যখন অনেকেই ছিলো না তখন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল ছিলো পুলিশের চক্তচক্ষুকে উপেক্ষা করে। মানুষের উপড় গুলি চালানো ডালভাতের মতো বিষয় ছিলো। এই নারায়ণগঞ্জের যারা পুলিশ কর্মকর্তা ছিলেন অনেকের উপড় গজব নাজিল হয়েছিলো ভবিষ্যতেও হবে। মানুষের উপর নির্বিচারে গুলি করতো। তখনও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক ছিলো। এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, আজকে অনেকেই অনেক ধরণের কথা বলে। বাংলাদেশে অনেক ধরণের নেতা আছে। রাজনৈতিক নেতা আছে অরাজনৈতিক নেতাও আছে। রাজনীতি করে না কিন্তু নেতা। আমাদের বিএনপির নেতৃবৃন্দ ১৭ বছর লড়াই করেছে। আজকে অনেকেই নেতা দাবী করছেন এমনকি সরকারে বসে আছেন। আমরা জানি অনেকেই শেখ হাসিনার দালালী করেছেন। অনেক কথা শুনে মাঝে মাঝে হাসি মানুষও হাসে। মানুষের রক্তের বিনিময়ে ২৪ এর স্বাধীনতা অর্জিত হয়েছে।
রাজীব আহসান বলেন, এই স্বাধীনতার চেতনাকে এই সরকার এবং সরকার পরিচালনাকারী কিছু নেতা নষ্ট করে দিচ্ছে। চেতনাকে ধ্বংস করে দিচ্ছে। মানুষের চেতনা সহজে তৈরি হয় না কিন্তু সহজেই নষ্ট করা যায়। মানুষ তার বাকস্বাধীনতা ফেরত চায় মানুষ সর্বোপরি ভোটের অধিকার চায়। আজকে সরকারের সমালোচনা করতে হয়। আমরা সরকারের বিরুদ্ধে তারেক রহমান বলেছেন সরকারকে সহযোগিতা করার জন্য। আমরা করে যাচ্ছি।
তিনি আরও বলেন, উনারা ভুল করছেন। আমরা যখন বলছি তখন উনারা আমাদের শত্রু মনে করছেন। মানুষের যখন ভালো সময় তখন অনেক বন্ধু তৈরি হয়। সরকার এবং সরকারের সমর্থনে যারা আছে তাদের এখন অনেক বন্ধু আছে। আমি নাম ধরে বলতে পারবো এই সরকারে আছেন যখন আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছেন তখন সহানুভূতি জানানোর জন্য তারেক রহমান ছাড়া কেউ ছিলেন না। আজকে বন্ধু তাদের। আমাদের কোনো আপত্তি না। তাদের ভুল পথে পরিচালিত করছে।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা সুমা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ চৌধুরী ফয়সাল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :