News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

যুবদলের কমিটির পর শান্ত প্রতিক্রিয়া জোসেফের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫, ০৯:২৫ পিএম যুবদলের কমিটির পর শান্ত প্রতিক্রিয়া জোসেফের

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পূর্ন আহবায়ক কমিটি গঠিত হয়েছে। গত ১৪ জানুয়ারি রাতে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশিত হয়। যেখানে আংশিক কমিটিতে স্থান পাওয়া নেতাদের বহাল রেখে কমিটি পূর্ন করা হয়েছে। কমিটি গঠনের প্রায় ১৭ মাস পর কমিটি বর্ধিত করতে সক্ষম হয়েছে শীর্ষ নেতারা।

তবে এই কমিটির যাত্রা বেশ সুখকর ছিলো না। ২০২৩ সালের আগস্টে আংশিক কমিটি ঘোষণার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের অনুসারীরা। সেসময় মহানগর বিএনপির একটি কর্মসূচিতে অতর্কিত হামলা চালায় জোসেফের লোকজন। বেধড়ক মারধর করা হয় বিএনপির নেতাকর্মীদের। প্রাণভয়ে মহানগর বিএনপির নেতারা প্রেস ক্লাবে আশ্রয় নিয়েছিলো। মারধরের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়।

ঘটনার দায় স্বীকার করে বক্তব্যও দিয়েছিলেন জোসেফ। গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘আমি মহানগর যুবদলের আহবায়ক প্রত্যাশী ছিলাম। কমিটি ঘোষণার পর আমার নাম না থাকায় আমার অনুসারীরা ক্ষুব্ধ হয়ে এই প্রতিক্রিয়া দেখিয়েছে। যদিও ঘটনার পর মহানগর বিএনপির নেতারা কিছুদিন জোসেফের বিরোধীতা করলেও পরে জোসেফের সাথে একসাথে কর্মসূচি পালন করতে দেখা গেছে। অর্থাৎ মিটমাট হয়ে যায় নিজেদের অভ্যন্তরীন বিরোধিতার স্থান।

এদিকে নতুন করে মহানগর যুবদলের কমিটি ঘোষিত হবার পর সেখানে পাওয়া যায়নি জোসেফের অবস্থান। নতুন করে জোসেফ কি প্রতিক্রিয়া দেন তা দেখার অপেক্ষায় ছিলেন অনেকে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোসেফ কেবল ‘আলহামদুলিল্লাহ’ লিখে একটি পোষ্ট দেয়া ছাড়া আর কিছুই লিখেননি। তার এমন আচরনকে যেমন সাধুবাদ জানিয়েছেন অনেকে, তেমনি বিষ্ময় প্রকাশ করেছেন কেউ কেউ। অনেকের মতে জোসেফ শান্ত প্রতিক্রিয়া দেখিয়ে তার রাজনৈতিক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। কারণ এই মুহূর্তে সংঘাতে জড়ালে তার জন্য হিতে বিপরীত হতে পারে। বিভিন্ন স্থানে সংঘাতের পর দল থেকে বহিস্কার করে দেয়ার মত ঘটনা ঘটেছে দলের অভ্যন্তরে।

জোসেফের মত অনেক পদ প্রত্যাশি যুবদলে স্থান পাননি। এদের মধ্যে রয়েছেন সাবেক ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। যুবদল কর্মী সম্রাট হাসান সুজন তার ফেইসবুকে লিখেন, ‘সজল আর সাহেদের উপর আল্লাহর লানত আর গজব নাজিল হোক এটা দেখে যেন মরতে পারি।’ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম রাব্বি লিখেন, ‘অনেকেই জানতে চাচ্ছে আমি কেন মহানগর যুবদলের কমিটিতে নাই। তারা হয়তো আমাকে যোগ্য ভাবে নি তাই রাখে নাই।’ এছাড়া তিনি আগে পড়ে বেশ কয়েকটি লেখা লিখেন যেগুলো স্পষ্ট হয় তিনি যুবদলের কমিটি প্রকাশের পর হতাশা প্রকাশ করেছেন।

বিএনপির নেতারা বলছেন, ‘যুবদল বা যেকোন দলের কমিটি ঘোষণার পর কেউ পদ পাবে আবার কেউ বঞ্চিত হবে এটাই স্বাভাবিক। কিন্তু সেই বঞ্চিতরা কি ধরনের আচরণ করে এবং তার প্রতিক্রিয়া কেমন হয় তার উপরেই দলের সাংগঠনিক ভিত্তি নির্ভর করে। কর্মীরা যদি অতিমাত্রায় প্রতিক্রিয়া দেখায় এবং তা যদি সংঘাত সহিংসতার দিকে এগোয়, তাহলে স্পষ্ট হবে কর্মীরা সাংগঠনিক সিদ্ধান্ত মানেন না। আর যদি তা না হয় তাহলে স্পষ্ট হবে কর্মীরা সাংগঠনিক সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল।

Islam's Group