নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনে উচ্ছ্বাস কাজ করছে যুবদলের নেতাকর্মীদের মধ্যে। দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটি আটকে থাকায় পদপত্যাশীদের মধ্যে কাজ করছিল অপেক্ষা। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়ে যোগ্যদের নিয়ে গঠন করা হয়েছে পূর্ণাঙ্গ কমিটি। নবীন-প্রবীণে প্রথমবার মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছে। এর ফলে মহানগর যুবদল পূর্বের ন্যায় আরও সুসংগঠিত এবং শক্তিশালী হয়েছে। এদিকে মহানগর যুবদলের কমিটি গঠনের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নেতাকর্মীদের একের পর এক পোস্ট লক্ষ্য করা গিয়েছে। যোগ্যরা তাদের যোগ্য জায়গায় পাওয়াতে মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সঙ্গে আগামীতে আরও বড় পরিসরে কর্মসূচি পালন করার জন্য ইচ্ছা ব্যক্ত করেছেন তারা। এর আগে কবে নাগাদ মহানগর যুবদলের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি কবে গঠন করা হবে তা নিয়ে ছিল নানা জল্পনা-কল্পনা। অবশেষে গত ১৪ জানুয়ারি ৫১ সদস্যের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। আগামী নির্বাচনকে কেন্দ্র করে মহানগর যুবদলের নেতাকর্মীরা প্রশংসনীয় ভূমিকা রাখবে সেই প্রত্যাশাই তাদের। পাশাপাশি নতুন এ কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করছেন কেন্দ্রীয় নেতারা।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে কেন্দ্রঘোষিত কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা রেখেছিলেন। তারা সাহসিকতার সঙ্গে অধিকাংশ রাজনৈতিক কর্মসূচি পালন করেছিল। এর ফলে কেন্দ্র থেকে শুরু করে দলের হাইকমান্ড দ্বারা তারা ব্যাপক প্রশংসিত হয়েছিলেন। পাশাপাশি ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের কর্মকান্ড আরও প্রশংসিত ছিল। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না উঠায় এই কমিটির উপরই আস্থা রাখেন কেন্দ্রীয় কমিটি। সে কারণে পূর্বের নেতৃত্বই বহাল রেখে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করেছে।
জানা যায়, সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধান এবং যুগ্ম আহবায়ক নূর এলাহী সোহাগ, মো. রুহুল আমিন, সাজ্জাদ হোসেন কমল, শেখ মোহাম্মদ অপু, আবদুর রহমান, মোফাজ্জল হোসেন আনোয়ার, শাকিল মিয়া, আহসান খলিল শ্যামল, সাইফুল আলম সজিব, জাকির হোসেন সেন্টু ও আক্তারুজ্জামান মৃধা। কমিটিতে সদস্য পদে রয়েছেন রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম, ওয়াদুদ ভূঁইয়া সাগর, পারভেজ খান, মো. আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মো. মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, এরশাদ আলী, ফয়জুল্লাহ সজল, আলী ইমরান শামীম, মো. তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, মো. শাহিন শরিফ, মাগফুর ইসলাম পাপন, জুবায়ের আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাঈদ হাসান রিপন, আরিফ খান, কাউছার আহমেদ, অ্যাডভোকেট শাহিন খান, কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম, আলী আহসান সৌরভ, মো. বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আব্দুল কাদির, সম্রাট হোসেন সুজন, আশরাফুল হক তান্না, জাহিদুল ইসলাম শুভ এবং মাহফুজুর রহমান ফয়সাল।
আপনার মতামত লিখুন :