News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে ডিসিকে স্মারক লিপি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ১০:২০ পিএম কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে ডিসিকে স্মারক লিপি

ফতুল্লার বিসিক শিল্পনগরীতে বন্ধ থাকা হারুন অ্যাপারেলস গার্মেন্টস খুলে দেওয়াসহ, শ্রমিকদের ২ মাসের বকেয়া বেতন আদায়ের দাবি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে প্রতিষ্ঠানটির শ্রমিকেরা। বুধবার ৪ ডিসেম্বর সকাল ১১টায় চাষাঢ়া শহিদ মিনারে সমাবেশ করে প্রতিষ্ঠানটির শ্রমিকেরা। প্রতিষ্ঠানের শ্রমিক মো. ফাহিমের সভাপতিত্বে  সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন জেলা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর দেওয়ান, প্রতিষ্ঠানের শ্রমিক রাসেল মিয়া, আরিফা, মনিরা প্রমুখ।

বক্তারা বলেন প্রতিষ্ঠানটির মালিক হারুন গত ১৯ নভেম্বর থেকে কারখানা বন্ধকরে ঘা-ঢাকা দিয়েছে । যার-ফলে, আমরা শ্রমিকরা ২ মাস যাবত বেতন-ভাতা পাচ্ছিনা ফলে আমরা পরিবার নিয়ে চরম সংকটের মাঝে জীবন যাপন করতে বাধ্য হচ্ছি । বাড়িওয়ালা বাড়ি ভাড়ার জন্য প্রতিনিয়ত চাপ দিচ্ছে । দোকানে বাকির কারণে দোকানদার কোন পণ্য দিচ্ছেনা যার ফলে দ্রব্যমূল্যের উর্ধমুখীর বাজারে পরিবার নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে ।
সমাবেশ শেষে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে, ডিসি মাহমুদুল হকের কাছে স্মারকলিপি প্রদান করেন শ্রমিকদের একটি প্রতিনিধি দল ।

সে-সময়ে জেলা প্রশাসক পাওনা আদায়ে সর্বাত্মক চেষ্টা করা হবে বলে আশ্বাস প্রদান করেন।

Islams Group
Islam's Group