News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

ভারত সরকারকে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে : ছাত্র মজলিস


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ০৮:১০ পিএম ভারত সরকারকে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে : ছাত্র মজলিস

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩ ডিসেম্বর বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি শাহনেওয়াজ বলেন, সম্প্রতি ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে। ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে পুলিশের সামনে হামলা চালানো হয়েছে। এতে দূতাবাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হামলাকারীরা বাংলাদেশের জাতীয় পতাকারও অবমাননা করে ধৃষ্টতা দেখিয়েছে।

তিনি আরও বলেন, আমরা ভারতীয় উগ্রবাদীদের এসব আচরেণ আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কোন সভ্য দেশে এই ধরনের বিদেশি দূতাবাসে হামলার ঘটনা ঘটতে পারে না। ভারতীয় পুলিশ বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি করছি, অবিলম্বে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে এই ঘটনার জন্য বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বাধ্য করতে হবে। বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলানোর জন্য ভারত সরকারকে কড়া বার্তা দিতে হবে।

মহানগর সেক্রেটারি আনাস আহমদের পরিচালনায় বিক্ষোভে আরো উপস্থিত ছিলেন- ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের সাবেক মহানগর সভাপতি শরীফ মাহমুদ, কেন্দ্রীয় জোন সদস্য তৌফিক বিন হারিছ, জেলা সেক্রেটারি ফজলে রাব্বি, মহানগর বায়তুলমাল সম্পাদক আবু সাঈদ, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান মিরাজ ও আবুল বাশার সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Islams Group
Islam's Group