News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

বিএনপির র‌্যালিতে হাতাহাতি 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ০৮:০৭ পিএম বিএনপির র‌্যালিতে হাতাহাতি 

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে মহানগর বিএনপি আয়োজিত র‌্যালিতে দফায় দফায় বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। নেতার সামনে দাঁড়ানো নিয়ে যুবদলের দুইপক্ষে সমর্থকদের মাঝে বাকবিতণ্ডার একপর্যায়ে সেটি হাতাহাতিতে গড়ায়। পরবর্তীতে দ্বিতীয় দফায় সেটি মারামারিতে রূপ নেয়। এতে মাসুম নামের যুবদলের একজন কর্মী রক্তাক্ত জখম হয়েছে। আহত মাসুম বিএনপি নেতা হাসান আহম্মেদ এর সমর্থক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানাযায়, ৩০ নভেম্বর বিকেলে মিশনপাড়ায় বাংলাদেশ হোসিয়ারী সমিতি ভবনের সামনে র‌্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ চলাকালে বন্দর থেকে থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহম্মেদ এর নেতৃত্বে একটি মিছিল এসে সমাবেশ স্থলে উপস্থিত হয়। এ সময় তারা পূর্বের অবস্থান নিয়ে থাকা নেতাদের সরিয়ে নিজেরা সামনে জায়গা দখল করে নেয়। পরবর্তীতে মহানগর যুবদলের যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহম্মেদ এর নেতৃত্বে আরো একটি বড় মিছিল নিয়ে সমাবেশ স্থলে পৌছে শাহেন শাহর লোকদের সরিয়ে সজল এবং শাহেদকে সামনে এগিয়ে দেয় তাদের অনুসারীরা। এ সময় র‌্যালির শুরুর জন্য নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। সাখাওয়াত হোসেনের বক্তব্য চলাকালীন সময় সজল ও শাহেদের অনুসারীদের সাথে বন্দর থেকে আসা যুবদলের নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। সাখাওয়াত হোসেন খান সবাইকে নিবৃত্ত করেন। এর মাঝেই মিছিল নিয়ে আসেন মাজহারুল ইসলাম জোসেফ। পরিস্থিতি বিশৃঙ্খল হচ্ছে দেখে সাখাওয়াত হোসেন, আবু আল ইউসুফ খান টিপু দ্রুত র‌্যালি শুরু করে দিলে তাৎক্ষণিক ভাবে পরিস্থিতি শান্ত হয়।

পরবর্তীতে র‌্যালিটি বঙ্গবন্ধু সড়কের জাকির সুপার মার্কেটের কাছে পৌছালে যুবদলের কিছু সমর্থক মাজহারুল ইসলাম জোসেফকে ধাক্কা দেয়। এ সময় জোসেফের অনুসারীরা তাদেরকে বেদম পিটুনি দিলে যুবদলের মাসুম নামের এক কর্মীর নাক ফেটে গিয়ে রক্তাক্ত জখম হয়। ওই সময় সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয়। কিন্তু আহত মাসুম নারায়ণগঞ্জ ক্লাবের সামনে এসে অবস্থান নিয়ে পুনরায় জোসেফকে আক্রমন করার চেষ্টা করলে আবারো দুপক্ষের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ও আবু আল ইউসুফ খান টিপু সহ সিনিয়র নেতারা আহত মাসুমকে ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে র‌্যালি নিয়ে এগিয়ে যান।

এ বিষয়ে মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ জানান, আমরাতো সামনের দিকে ছিলাম। পিছনের দিকে দাড়ানো নিয়ে শহরের কিছু যুবদল নেতাকর্মীর সঙ্গে বন্দরের কিছু যুবদল নেতাকর্মীর মধ্যে বাকবিতন্ডার জের ধরে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে বিষয়টি আমরা সমাধান করে দিয়েছি। 

এ বিষয়ে মহানগর যুবদলের নেতা মাজাহারুল ইসলাম জোসেফ জানান, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে কেন্দ্র করে হাতাহাতি মল্লযুদ্ধের ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Islams Group
Islam's Group