নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন বলেছেন, ফতুল্লায় স্বৈরাচারির সময়ে এক এমপি ছিলেন চিত্রনায়িকা যিনি মারা গেছেন ওইসময় এই এলাকার মানুষ উন্নয়ন দেখে নাই। পরে এক গডফাদার শুধু উন্নয়নে কিচ্ছাকাহিনী বলেছেন কিন্তু এই উন্নয়ন এখানকার জনগণ দেখেন নাই। সে উন্নয়নের নামে শুধু লুটপাট করেছেন। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত উন্নয়ন করেছিলাম। ফতুল্লা শিল্পাঞ্চল এলাকা। তাই এই এলাকাকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করার জন্য চিঠি দিয়েছি। আমি ডিসি, ইউএনও সবার সঙ্গে কথা বলেছি যেনো ফতুল্লাকে অচিরেই সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করেন।
নারায়ণগঞ্জের দুই ব্যবসায়ী ও বিএনপি নেতা মোহাম্মদ আলী ও শাহ আলমকে উদ্দেশ্য করে গিয়াস উদ্দিন বলেন, আমাদের বিএনপির মধ্যে একসময় নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন যার নাম মোহাম্মদ আলী সাহেব। তিনি বিএনপি থেকে চলে গেছেন। আমি জানিনা কি স্বার্থে তিনি বিএনপি থেকে চলে গেছেন। বিএনপি ছেড়ে স্বৈরাচারের দোসরের সঙ্গে মিলে যান। এটা আত্মরক্ষার্থের জন্য হতে পারে, সম্পদ রক্ষার জন্য হতে পারে। আরেকজন ব্যবসায়ী আমার ছোট ভাই শাহ আলম। তিনি একসময় বিএনপিতে ছিল। কিন্তু যখন বিএনপি বিপদগ্রস্ত তখন তিনি বিএনপি ছেড়ে চলে গেলেন। আমি জানিনা তিনিও কি কারণে বিএনপি ছেড়ে চলে গেছেন। আমরা চেয়েছিলাম এই দুজন যদি থাকতো, বিএনপি থেকে বিশ্বাসঘাতকতা না করতো তাহলে আজ আমরা তাদের নিয়ে কাজ করতাম। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। তারা বিশিষ্টজন। কিন্তু ভয় পেলে তো রাজনীতি করা যায় না। ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করে তো রাজনীতি করা যায় না। তারা বিএনপিতে না থাকলেও তারা নাকি বিএনপি কিছু কিছু নেতাকে সুরসুরি দেয়। এই সুড়সুড়ি দিয়ে লাভ কি? আপনারা বিএনপি ত্যাগ করে চলে গেছেন। বিএনপি আপনাদের ত্যাগ করে নাই।
তিনি বলেন, ফতুল্লার কয়েকজন নিজেকে অনেককিছু মনে করেন। তারা নিজেরা যোগ্য না। একবার বলেন তিনি নিজে প্রার্থী। পরে আবার তিনি ইসলামী দলের একজনকে নামান। আরেকজনের উপর ভর দিয়ে চলেন। তারা বর্তমানে হতাশার মধ্যে আছেন। আপনারা ক্ষমা চেয়ে বিএনপিতে ফিরে আসতে পারেন। আপনারা কোনো ভাইকে ধরে, টাকা দিয়ে বিএনপিতে আসতে চেষ্টা করছেন। তা আর পারবেন না। আপনারা প্রত্যেকদিন গিয়াস উদ্দিনকে জেলা বিএনপির সভাপতি থেকে বিদায় করে দেন। এগুলো ছেড়ে দেন। এগুলো দিয়ে আর হবে না। স্বাধীন দেশে এখন আর টাউট, বাটপারের জায়গা হবে না। টাকা দিয়ে, কেন্দ্রীয় নেতা দিয়ে নারায়ণগঞ্জের নেতৃত্বে আসবেন তা আর হবে না। অনেক ফাঁকাবুলি ছাড়ছেন, বিপথগামী হচ্ছেন। ছোট ছোট মিটিং, মিছিল করে ফেসবুকে দেন। আপনারা শুধু ফেসবুকেই থাকবেন। আমি ছাত্রজীবন থেকে রাজনীতি করে এই জায়গায় এসেছি। এগুলো করে আমার সঙ্গে পার পাবেন না।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার জেলা পরিষদের বিপরীত পাশে ফতুল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আপনার মতামত লিখুন :