নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী নূর হোসেনের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মামুন মাহমুদের যোগাযোগ আছে ইঙ্গিত দিয়েছেন জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেন বর্তমানে কারাগারে। সেখানে গিয়েও মামুন মাহমুদ দেখা করেছেন নাম উল্লেখ না করে মন্তব্য করেন গিয়াসউদ্দিন।
তিনি বলেছেন, আমাদের নারায়ণগঞ্জে স্বৈরাচার সরকারের এক গডফাদার ছিল শামীম ওসমান। সে কি পরিমাণ অর্থ সম্পদ লুন্ঠন করেছেন তা সবারই জানা। এই গডফাদারের এক সন্ত্রাসী বাহিনী ছিল সিদ্ধিরগঞ্জে। সাত খুন মামলার ফাঁসির আসামি নূর হোসেন বর্তমানে কারাগারে রয়েছেন। তিনি জেলে বসে ষড়যন্ত্র করে যাচ্ছেন। জেলে বসে তিনি টেলিফোনে বারবার যোগাযোগ করছে কি করে সিদ্ধিরগঞ্জে প্রভাব বিস্তার করা যায়। কিভাবে দাঙ্গা হাঙ্গামা করা যায়। আমাদের দলের জনৈক এক নেতা যখন নূর হোসেন বাইরে ছিল তখন তার অর্থ দিয়ে তিনি রাজনীতি করতেন। তিনি এখন জেলের মধ্যে থেকেও তাকে অর্থ দিচ্ছেন। ওই ব্যক্তিটি কিছুদিন আগে জেলখানায় গিয়ে নূর হোসেনের সঙ্গে আলোচনা করে এসেছেন। এইসব তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। নূর হোসেন টাকার সাপ্লাই দিচ্ছে আর শেখ হাসিনার গডফাদার শামীম ওসমান তা পৃষ্ঠপোষকতা করছেন। আজও ওই ব্যক্তিকে দিয়ে আমাদের মধ্যে বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে। গঠনতান্ত্রিক পদ্ধতি অমান্য করে বিএনপির মধ্যে বিশৃঙ্খলা করে তারা বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করছে। তারা দেখছেন, আমরা তাদের মিটিং মিছিল বন্ধ করে দেই কিনা। তারা চাচ্ছে আমরা যেনো তাদের উপর আক্রমণ করি। তাহলে তারা বিরোধ সৃষ্টি করতে পারবে। গঠনতান্ত্রিক পদ্ধতি অমান্য করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
৩০ নভেম্বর বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের উত্তর পাশে এক খালি জায়গায় ফতুল্লা থানা বিএনপির সমাবেশে গিয়াসউদ্দিন এসব কথা বলেন।
আপনার মতামত লিখুন :