News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

হিরণ লিটনকে বয়কট ঘোষণা দিয়ে বন্দরে একাংশের বিক্ষোভ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪, ১০:৫৫ পিএম হিরণ লিটনকে বয়কট ঘোষণা দিয়ে বন্দরে একাংশের বিক্ষোভ

সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে বন্দর উপজেলা বিএনপির একাংশের উদ্যাগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২২ নভেম্বর  বিকাল ৪টায় বন্দর উপজেলার  মদনপুর-মদনগঞ্জ সড়কে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ মিছিল বক্তারা বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটনের বিরুদ্ধে অর্থের বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের বিএনপি নেতা বানানো, লুটপাট দখল ও চাঁদাবাজি সহ নানা  অভিযোগ তুলে ধরে তাদের  সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এসময় বিক্ষোভ মিছিলে অংশ নেয়া হাজারো তৃণমূল নেতাকর্মীরা সভাপতি, সেক্রেটারিকে বয়কটের ঘোষণা দেন।

বিক্ষোভ মিছিল নেতৃত্বদানকারি  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাওলাদ মাহমুদ বলেন, ৫ আগস্টের পর পদপদবি  উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ  ও সেক্রেটারি হারুন অর রশিদ লিটন, ধামগড় ইউনিয়ন বিএনপি সভাপতি জাহিদ খন্দকার দলের পদপদবির দাপটে চাঁদাবাজি, লুটপাট ও জমিদখল সহ বন্দরে উত্তরাঞ্চলে এক নৈরাজ্যের পরিস্থিতি সৃষ্টি করেছে। এছাড়াও মদনপুর এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলাকারী যুবলীগ নেতা অহিদুজ্জামান অহিদ ও তার লোকজন একাধিক আওয়ামী লীগ নেতাকর্মীরা  হিরণের ছত্রছায়ায় এখন  বহাল তবিয়তে।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহিন আহমেদ, ফারুক হোসেন, হুমায়ূন কবির, বন্দর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাওলাদ মাহমুদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোহসিন, সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ- সভাপতি কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আপন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন ইউসুফ, মুছাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম খন্দকার, বন্দর উপজেলা যুবদল নেতা ওদুদ সাগর, বন্দর উপজেলা কৃষকদলের সদস্য সচিব সেলিম মাহমুদ, বন্দর ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফি উদ্দিন সোহেল, ২৫নং ওয়ার্ড বিএনপির সহ- সভাপতি ফুয়াদ হোসেন, সাংগঠনিক সম্পাদক টুলু, বন্দর থানা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক রওশন আলী, সদস্য সচিব নবু হোসেন, মুছাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জাহিদ হাসান পাপ্পু সহ বন্দর থানা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Islams Group
Islam's Group