News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

লিপি ওসমানকে নিয়ে সিটি সেন্টারে শামীম ওসমান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ১০:৪০ পিএম লিপি ওসমানকে নিয়ে সিটি সেন্টারে শামীম ওসমান

আবারো দুবাইয়ের আজমানে সিটি সেন্টার শপিং মলে দেখা মিললো নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের। যার বিরুদ্ধে গত ৫ আগস্টের পর নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার দুবাইয়ের আজমানে সহধর্মিনী সালমা ইসলাম লিপিকে সাথে নিয়ে সিটি সেন্টারে একজনের সাথে কথা বলতে দেখা গেছে সাবেক এই এমপিকে। এ সময় তার পড়নে ছিল হাত হাতা কালো রঙের সাদা ডোরা কাঁটা চেক শার্ট। সালমা ওসমান লিপির পড়নে ছিল থ্রি পিছ গায়ে কফি রঙের চাঁদর মোড়ানো। সিটি সেন্টার শপিং মলে দাঁড়িয়ে লিপি ওসমান সহ অন্য একজনের সাথে কথা বলছিলেন শামীম ওসমান। তবে ওই ব্যক্তিটি কে তা শনাক্ত করা সম্ভব হয়নি।

শামীম ওসমান ও লিপি ওসমানকে দেখতে পাওয়া এমন প্রত্যক্ষদর্শীদের একজন জানান, শামীম ওসমান প্রায়ই প্রায়ই সিটি সেন্টারে আসেন। কিন্তু তিনি সাধারণ মানুষদেরকে অনেকটা এড়িয়ে চলেন। এমনকি নারায়ণগঞ্জের পরিচিত মানুষদের সাথেও এখন পর্যন্ত খোলামেলা ভাবে কথা বলতে দেখা যায়নি।

তিনি আরো জানান, শামীম ওসমান ও লিপি ওসমান ছাড়াও আজমনে অবস্থান করছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল ও ফুফাতো ভাই শেখ সেলিমকেও এখানে দেখা গেছে।

প্রসঙ্গত, এর আগে শামীম ওসমানকে দুবাইয়ের একটি শপিং সেন্টারে হাল্কা বাদামী রঙের শার্ট ও কালো প্যান্ট পরিহিত পোশাকে দেখা গিয়েছিল। সে সময় শামীম ওসমানের সঙ্গে বোরকা পরিহিত দুই নারীকে দেখা গেছে। ধারণা করা হচ্ছে একটি তার স্ত্রী লিপি ওসমান ও তার কন্যা অহনা ওসমান।

তবে শামীম ওসমানের এক বন্ধু জানান, তার মেয়ে আমেরিকায় পড়াশোনা করে। সে বোরখা পড়ে না। তাই সাথে তার মেয়ে হওয়ার সম্ভাবনা কম। এই দুই নারী ও শামীম ওসমান তিনজনের হাতেই লাল সুতা বাঁধা ছিল। বলা হচ্ছে  সম্প্রতি ভারতে নিজাম উদ্দিন আউলিয়ার দরগাতে গিয়ে এই সুতা বেঁধেছেন তারা। আইফোন ১৬ প্রো ম্যাক্স হাতে শামীম ওসমান একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান। এ সময় তিনি শপিং সেন্টারটিতে থাকা বাংলাদেশিদের ছবি তুলতে বারণ করেছিলেন।

সরকার পতনের এক মাসের মাথায় ৫ সেপ্টেম্বর তাঁকে দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার দরগাহে দেখেছেন ফ্রিল্যান্স ফটোগ্রাফার ও নির্মাতা মনিরুল হক।

মনিরুল হক সিকিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা দিয়ে বাংলাদেশে ফেরার আগে ভারতের বিভিন্ন জায়গা ঘোরেন। তিনি ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় নিজাম উদ্দিনের দরগাহে বসেছিলেন। এ সময় হঠাৎ তাঁর কানে ‘বাংলাদেশ’ শব্দটি আসে। খেয়াল করে দেখেন এক ব্যক্তি বাংলাদেশের নাম উচ্চারণ করে দোয়া করছেন। তখন সঙ্গে সঙ্গে মোবাইলের ক্যামেরা চালু করে ভিডিও করা শুরু করেন তিনি। তার ফেসবুক প্রোফাইল থেকেই নিজাম উদ্দিন আউলিয়ার দরগাহে  ওসমানের ছবি প্রকাশ করা হয়েছিল।

উল্লেখ্য, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজিসহ অসংখ্য অপকর্মের অভিযোগ রয়েছে শামীম ওসমানসহ ওসমান পরিবারের বিরুদ্ধে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর জনরোষের মুখে নারায়ণগঞ্জ ত্যাগ করে শামীম ওসমান ও তার ক্যাডার বাহিনী। ভারতে নারায়ণগঞ্জের কয়েকজন পর্যটক দেখা পেয়েছিলেন অয়ন ওসমানের শ্বশুর নারায়ণগঞ্জের গুলশান সিনেমা হলের মালিক ফয়েজউদ্দিন আহমেদ লাভলুর।

গণঅভ্যুত্থানেরমুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিনই দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে তাঁর দলের অনেক নেতা গোপনে দেশ ছেড়েছেন। নারায়ণগঞ্জের সবচেয়ে আলোচিত নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও সপরিবার গোপনে দেশ ছাড়েন বলে খবর বের হয়।

কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর শামীম ওসমান ও তাঁর সহযোগীদের গুলি ছোড়ার অভিযোগ রয়েছে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত ১৯ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কে সে সময় আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন।

ভিডিওতে দেখা যায়, শামীম ওসমান ও তাঁর কয়েকশ অনুসারী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে শহরের চাষাঢ়া এলাকা থেকে বঙ্গবন্ধু সড়কে শহরের ২ নম্বর রেলগেট এলাকার দিকে আন্দোলনকারীদের ধাওয়া দিচ্ছেন। তাঁর সঙ্গীদের কয়েকজন আন্দোলনকারীদের ওপর গুলি ছোড়েন।

Islams Group
Islam's Group