নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সাথে সাক্ষাৎ করে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার ২১ নভেম্বর দুপুর ১২টায় পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে তারা সাক্ষাৎ করেন।
উপস্থিত ছিলেন নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম। জেলা ও মহানগর সহ-সভাপতি যথাক্রমে মাওলানা শফিকুল ইসলাম ও নুর হোসেন, জেলা ও নগর সেক্রেটারি যথাক্রমে জাহাঙ্গীর কবির ও মো. সুলতান মাহমুদ,
জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাসান আলী প্রমুখ নেতৃবৃন্দ।
ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কিন্তু বর্তমানে কিছু লোক আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা ও হয়রাণিমূলক মামলা দিয়েছে। যুবদলের থানা সেক্রেটারি মো. সেন্টু মিয়া নগর দায়িত্বশীকে ফোনে হুমকি ও টাকা দাবি করেছে। এনায়েতনগরের আল-আমিন সে ২নং ওয়ার্ড ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। নিরপরাধ মানুষকে এরকম হয়রানি কি মানে হয়?
পুলিশ সুপার মহোদয়ের কাছে নেতৃবৃন্দ এসব মিথ্যা ও হয়রানিমূলক মামলার সঠিক তদন্ত সাপেক্ষে যারা এরকম মামলা বাণিজ্য করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
আপনার মতামত লিখুন :