News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

ছাত্র-জনতার আন্দোলন: সিদ্ধিরগঞ্জে আসামী শামীম ওসমানসহ ৯৮


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪, ০৫:১০ পিএম ছাত্র-জনতার আন্দোলন: সিদ্ধিরগঞ্জে আসামী শামীম ওসমানসহ ৯৮

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে মো. শফিকুল ইসলাম ভূঁইয়া (২৪) নামে এক তরুণকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান করে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ৯৮ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩৫০-৪৫০ জন বিদায়ী সরকারের নেতাকর্মীকে আসামি রাখা হয়েছে।

গত শনিবার (১৬ নভেম্বর) রাতে ভুক্তভোগী তরুণ মো. শফিকুল ইসলাম ভূঁইয়া নিজে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করান।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

উক্ত মামলায় এজাহারনামীয় আরও আসামি রয়েছে, শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমান (৪৫), তার ছেলে অয়ন ওসমান (৩৭) নারায়ণগঞ্জ মহানগর আ:লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নিজাম (৫৬), সিদ্ধিরগঞ্জ থানা আ:লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া (৬২), থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি (৫৫)সহ আ:লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী। 

এজাহার সূত্রে জানা যায়, গত ২১ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ডে বিক্ষোভ করার সময়ে জনতার উপর শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরি ওসমান গংরা আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্য ঢালাওভাবে গুলিবর্ষণ করে। তখন দৌড়ে পালিয়ে যাওয়ার সময় একটি গুলি বাদীর বুকের ডান পাশে লেগে সে গুলিবিদ্ধ হয়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয় জনতা তাকে উদ্ধার করে প্রথমে সাইনবোর্ডস্থ প্রো-একটিভ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান। একপর্যায়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে সেখানে তার অপারেশন করা হয়। 

Islams Group
Islam's Group