News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

হঠাৎ সদর থানা যুবদলের ছড়াছড়ি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ১০:৩৫ পিএম হঠাৎ সদর থানা যুবদলের ছড়াছড়ি

গত দুইদিনে নারায়ণগঞ্জ সদর থানা যুবদল ব্যানারে নেতা-কর্মীদের মিছিলের হিড়িক পড়ে গেছে। এতে কর্মী চেয়ে নেতাদের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দুই গ্রæপ পাল্টা পাল্টি কর্মসূচিতে অংশ নিয়েছে মহানগর বিএনপি আহবায়ক কমিটি। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের অধিনে সদর থানা কমিটি গঠনে আগেই নেতাদের শো-ডাউনে রয়েছে আলোচনা সমালোচনা। যাদের আওয়ামী লীগ সরকার আমলে রাজপথে দেখা যায়নি তাদেরকেও গতক দুইদিনে সদর থানা ব্যানারে মিছিলে অংশ নিয়েছে।

বিলুপ্ত মন্তু-মন্টি-সাহেদ-সজল কমিটির নারায়ণগঞ্জ সদর থানা যুবদল কমিটি গঠনে আলোচনা হলেও পরবর্তিতে দ্বিধা-দ্বন্দ্বে হয়নি। বর্তমানে মহানগর যুবদলের আহবায়ক সজল ও সদস্য সচিব সাহেদের নেতৃত্বে সদর থানা যুবদল কমিটি গঠনে আলোচনা উঠেছে। শনিবার তাদের কর্মসূচিতে নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের ব্যানারে রাফিউদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন, শাহিন শরিফ, শেখ পাপন ও সেন্টু একক শো-ডাউন করেছেন। মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজলের আস্থাভাজন রিয়াদ-আপন, সদস্য সচিব সাহেদ আহম্মেদের আস্থাভাজন শাহিন ও সাবেক যুগ্ম-আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টির আস্থাভাজন সেন্টুকে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এদিকে রোববার নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ব্যানারে মাজহারুল ইসলাম জোসেফের একক আয়োজনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। যুব সমাবেশে বেশিভাগ উপস্থিত ব্যানারে ছিলে সদর থানা যুবদলের। শহরের আমলাপাড়া, কালীরবাজার, নিতাইগঞ্জ, টানবাজার, বাবুরাইল, দেওভোগ, কাশিপুর থেকে আগত মিছিলে ছিলেন বির্তকিত নেতা-কর্মীরা।

আওয়ামী লীগ সরকার আমলে সবচেয়ে পুলিশী হয়রানী ও মামলা আসামি হয়েছেন রাফি উদ্দিন রিয়াদ। তার বাবা মহানগর বিএনপি উপদেষ্টা জামালউদ্দিন কালু ও মাতা রাশিদা জামাল বর্তমানে মহানগর বিএনপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পুরো পরিবার বিএনপি হওয়াতে তাদের উপর অত্যাচার ছিলো আলোচিত। অন্যদিকে সাহেদ আহম্মেদের একান্ত আস্থাভাজন হয়ে রাজপথে সক্রিয় ছিলেন খানপুরের শাহিন শরিফ। নেতা-কর্মীদের নিয়ে হরতাল অবরোধ ও দলীয় কর্মসূচিতে মহানগর যুবদলকে নিয়ে শক্ত ছিলেন তিনি। বিগত ছয় বছর যাবৎ কোন ইউনিট কমিটি ঘোষণা সম্ভব হয়নি। এর ফলে যুবদলের শক্তি নিয়ে রয়েছে আলোচনা সমালোচনা কমতি নেই। এবার যুবদলের নারায়ণগঞ্জ সদর থানা কমিটি গঠনের আলোচনা শো-ডাউনের হিড়িক পড়েছে প্রত্যাশিদের। মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহম্মেদের আস্থাভাজনরা সদর থানা কমিটিতে ঠাঁই নিয়ে তোড়জোড় শুরু হয়েছে।

২০১৮ সালের ১৯ অক্টোবর মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে সভাপতি, মমতাজ উদ্দিন মন্তুকে সাধারণ সম্পাদক, মনোয়ার হোসেন শোখনকে সহ-সভাপতি, সাগর প্রধানকে যুগ্ম সাধারণ সম্পাদক ও রশিদুর রহমান রশোকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। সেই আংশিক কমিটি ঘোষণার প্রায় ৫ মাস পর ২০১৯ সালের ৩১ মার্চ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সেই কমিটি বিলুপ্ত করে যুবদল কেন্দ্রীয় সংসদ। পরবর্তীতে নয় মাস পর ১৬ নভেম্বর মমতাজউদ্দিন মন্তুকে আহবায়ক আর মনিরুল ইসলাম সজলকে সদস্য সচিব করে ঘোষণা করা হয়। প্রায় ২ বছর এই ৫ জনেই আটকে ছিলো মহানগর যুবদল। এই সময়ের মধ্যে মহানগর যুবদল নিজেদের কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি, পারেনি কোনো ইউনিট কমিটিও ঘোষণা করতে। পরবর্তীতে সেই কমিটি বিলুপ্ত করে গত ২০২৩ সালের ২৯ আগস্ট মনিরুল ইসলাম সজলকে আহবায়ক, সাগর প্রধানকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাহেদ আহমেদকে সদস্য সচিব করে ঘোষণা করা হয় মহানগর যুবদলের ৩ সদস্যের আহবায়ক কমিটি।

Islams Group
Islam's Group