স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে দেখার জন্য আদালত প্রাঙ্গণ, সিড়ি ও বারান্দায় সমর্থকদের ভিড় ছিল। ১৮ নভেম্বর সোমবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতে সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় স্বাক্ষীগ্রহণে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে হাজির করা হয়।
মামলার ৯নম্বর তদন্ত কর্মকর্তা নুরুল আশফাকই আদালতে স্বাক্ষী দেন। জাকির খানকে দীর্ঘ মাস পর আদালতে হাজিরা হওয়া সংবাদে বিভিন্ন স্থান থেকে সমর্থকরা সকাল ৯টা থেকে আদালতে উপস্থিত হন। ওই সময় জাকির খানের ছবি সম্বলিত প্লাকার্ড নিয়ে সমর্থকরা আদালতপাড়া প্রবেশ গেইট থেকে আদালতের বারান্দা পর্যন্ত মানুষ দাড়িয়ে থাকেন। সময়ে সাথে পাল্লা দিয়ে বেলা সাড়ে ১১টায় আদালতে আনা হয় জাকির খানকে। পুলিশের গাড়ীতে বসা জাকির খানকে এক পলক দেখা ও সাক্ষাতের লক্ষ্যে উপচে পড়া ভিড় জমে। পুলিশের কঠোর নিরাপত্তা মধ্যেই জাকির খানকে আদালতে নেয়াকালে স্লোগানে মুখরিত হয়ে পড়ে পরিবেশ। ওই সময় জাকির খানও সমর্থকদের উদ্দেশ্যে হাতকড়া নিয়ে হাত নাড়েন।
১৮ নভেম্বর সোমবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মমিনুল ইসলামের আদালতে সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় স্বাক্ষীগ্রহণে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে হাজির করা হয়। পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নারায়ণগঞ্জ কারাগার থেকে আদালতে আনা হয় জাকির খানকে। পরে আদালতের কার্যক্রম শেষে তাকে ফের কারগারে পাঠানো হয়।
এ সময় জাকির খানের মুক্তির দাবিতে শত শত নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হয়। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপি ১৪নং ওয়ার্ড সভাপতি দিদার খন্দকার জানান, দীর্ঘদিন পর আদালতে আসছেন জাকির খান। এমন সংবাদে সকাল ৯টা থেকেই আদালত চত্বরে সমর্থকদের ভিড় জমে যায়। কিন্তু শীতের আবহাওয়া নিরাপত্তা কারণে জাকির খানকে আদালতে আসতে সময় লেগে যায়। বেলা সাড়ে ১১টায় নিদিষ্ট কোর্টে হাজিরা হন, দীর্ঘ সময় আদালত চলমানেও সমর্থকরা তাদের স্থান ত্যাগ করেনি। বরং বেলা সোয়া ২টায় আদালত থেকে বের হওয়া সময়ও জাকির খানকে তার নেতা-কর্মীরা শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন করিব, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মনির খান, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও ১৪ নম্বর ওয়ার্ডের সভাপতি দিদার খন্দকার , যুবদল নেতা পারভেজ মল্লিক, সলিমুল্লাহ করিম সেলিম, কাশিপুর ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রহমতউল্লাহ মানিক সহ প্রমুখ।
আপনার মতামত লিখুন :