News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

শামীম ওসমানের সঙ্গে মামুনের পোস্টারের পেছনে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ করেসপনডেন্ট প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪, ১০:৫০ পিএম শামীম ওসমানের সঙ্গে মামুনের পোস্টারের পেছনে

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের পলাতক সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদের যুগলবন্দী ছবি সম্বলিত পোস্টারে সিদ্ধিরগঞ্জে সয়লাব হয়ে গেছে। সিদ্ধিরগঞ্জ থানাধীন প্রতিটা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই পোস্টার দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে। পোস্টারে কারো পরিচয় লেখা না থাকলেও লেখা আছে ‘স্বৈরাচারের দোসরেরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত, এদের থেকে দূরে থাকুন।’

তবে এই পোস্টার মামুন মাহমুদ অনুগামীদের দাবি যারা আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে বড় বাধা মনে করছেন তারাই পোস্টার সাটিয়েছেন। কেউ কেউ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দীনের দিকে অভিযোগ তুলেছেন। গিয়াসউদ্দীন গত ৫ আগস্টের পর সিদ্ধিরগঞ্জে বিএনপির এক অনুষ্ঠানে মামুন মাহামুদকে ইঙ্গিত করে বলেছিলেন, সাত খুনের মামলার প্রধান আসামী নূর হোসেন কারাগারে বসে ষড়যন্ত্র করছে। আমাদের দলের এক নেতা স্বপ্ন দেখছেন নূর হোসেনের টাকায় আগামীতে বিএনপির নমিনেশন পাবেন। নূর হোসেন ওই নেতার পেছনে কোটি কোটি টাকা খরচ করে যাচ্ছে।

নেতাকর্মীরা জানান, মামুন মাহমুদের বলয়ে রাজনীতি করা অকিল উদ্দীন ভূঁইয়া ও দেলোয়ার হোসেন খোকনকে সম্প্রতি বিএনপির সকল পদ থেকে বহিস্কার ঘোষণা করেছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি। এর আগে পুলিশ দিয়ে খোকনকে গ্রেপ্তার করানো হয়। এর আগে জেলা বিএনপির সাবেক সহ-আইন সম্পাদক শাহআলম মানিক বিএনপির কেউ নন বলেও থানা বিএনপি থেকে বিবৃতি দেয়া হয়। এসব মামুন মাহামুদ বিরোধীদের ষড়যন্ত্র বলে মামুন মাহামুদ অনুগামীদের দাবি। তারই অংশ হিসেবে শামীম ওসমানের সঙ্গে মামুন মাহামুদের ছবি সম্বলিত পোস্টার সিদ্ধিরগঞ্জে লাগানো হয়েছে।

তবে ছবিটি সম্পর্কে জানা গেছে, বিগত আওয়ামীলীগ সরকার আমলে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে শামীম ওসমানে বিপরীতে গিয়েছিলেন মামুন মাহমুদ। ওই অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকেরা শামীম ওসমান ও মামুন মাহমুদের যুগলবন্দী ছবি তুলেন। ওই ছবিটিই মুলত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে।

Islams Group
Islam's Group