News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

বহিষ্কৃত বিএনপি নেতাদেরও ছাড় নাই হচ্ছেন মামলার আসামি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ করেসপনডেন্ট প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪, ১০:৫৬ পিএম বহিষ্কৃত বিএনপি নেতাদেরও ছাড় নাই হচ্ছেন মামলার আসামি

নারায়ণগঞ্জ বিএনপির কয়েকজন বহিষ্কার হয়েও রাজনৈতিতে পাড় পায়নি সাবেক নেতারা। এতে করে বিভাজন বিএনপিতে মামলা আতঙ্কে রয়েছেন নেতারা। ছাত্র-জনতা আন্দোলন নিহতের মামলায় আসামি হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, বন্দর থানা বিএনপি সাবেক সভাপতি বহিষ্কৃত আতাউর রহমান মুকুল এবং বন্দর থানা বিএনপি (বিদ্রোহী) যুগ্ম আহ্বায়ক ও ২০নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গোলাম নবী মুরাদ। অন্যদিকে বিএনপি সমর্থিত নাসিক সাবেক কাউন্সিলর এনায়েত হোসেনও ছাত্র-জনতা মামলার আসামি হয়েছেন। তারা তিনজনই বিএনপির সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপি সাবেক সভাপতি আবুল কালামের হাতে গড়া নেতা।

এদিকে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপি আহ্বায়ক তৈমূর আলম খন্দকারকে বহিষ্কার করা হয় নাসিক নির্বাচনে অংশগ্রহণ করার অভিযোগে। তিনিও গত সপ্তাহে সাবেক দলের বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে ছয় বছর আগে হামলা ঘটনা হাতিরঝিল থানা মামলায় আসামি হয়েছেন। বর্তমানে তৈমূর আলম চিকিৎসা নিতে লন্ডনে অবস্থান করছেন।

বিএনপি থেকে বহিষ্কার হয়ে এখনো আমেরিকায় রয়েছেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল। বহিষ্কার হয়েও দলের নীতিতে রাজপথে রয়েছেন মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ও সাবেক নাসিক কাউন্সিলর শওকত হাসেম শকু, সাবেক দপ্তর সম্পাদক হান্নান সরকার ও সাবেক কাউন্সিলর সুলতান আহম্মেদ।

গত বছর ২৬ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বন্দরের সমরক্ষেত্রে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাসিকের ২১নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভুঁইয়া ও ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ। তারা সবাই বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুলের অনুসারী হিসেবে পরিচিত। সমাবেশে বিএনপি নেতাদের প্রসঙ্গে সেলিম ওসমান বলেন, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মুকুল সাহেব, উনি এখানে আজ আসতে চেয়েছিলেন। আমি বলেছি, না তোমার আসার দরকার নাই। তুমি পিছনে থেকেই কাজ করো। তিনি বললেন, না আমি আসবই। আমি বলেছি ৭ তারিখের পর এসে গরু জবাই করে, আনন্দ হবে। কিন্তু ভোট দেব না, অংশ নেব না এমন পরিস্থিতি যাতে না হয় সেই জন্যে দায়িত্ব নিতে হবে। বিএনপির প্রতিনিধি হিসেবে আজ এখানে ৩ জন এসেছেন। ২২ নম্বর ওয়ার্ড থেকে সুলতান আহমেদ, ২১ নম্বর ওয়ার্ড থেকে হান্নান, ২০ নম্বর ওয়ার্ড থেকে গোলাম নবী মুরাদ আছে। আমরা জাতীয় পার্টি, আওয়ামী লীগ চিনি না। আমরা একসাথে বন্দরবাসীর জন্য কাজ করবো।

অন্যদিকে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী মঞ্চে ওঠায় বিএনপির ৬ নেতাকে বহিষ্কার করা হয়। গত বছর ৩০ ডিসেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য জানান। বহিষ্কৃতরা হলেন-নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর বিএনপির সদস্য শওকত হাসেম শকু, বন্দর উপজেলা বিএনপির নেতা ও সাবেক কাউন্সিলর হান্নান সরকার, মহানগর বিএনপির নেতা ও ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমদ, সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ ও সোনারগাঁ উপজেলাধীন ১৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নূরুজ্জামান। আওয়ামী লীগ সরকার পতনের পর একটি লাইভে গোলাম নবী মুরাদ বলেছিলেন, সেলিম ওসমান তার ছেলের ক্ষতি করার হুমকিতে তিনি ওই সভাতে ছিলেন।

Islams Group
Islam's Group