News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়নি নারায়ণগঞ্জে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৮:৩৭ পিএম যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়নি নারায়ণগঞ্জে

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী হলেও পালন হয়নি নারায়ণগঞ্জে। জেলা যুবলীগের সভাপতি আব্দুর কাদির গ্রেপ্তার হয়ে কারাগারে গেলেও এখনো তার পক্ষে নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করেনি দলীয় ফোরাম। এদিকে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রতিযোগিতা ছিলো জেলা মহানগরের বর্তমান ও প্রত্যাশিত নেতাদের মধ্যে। সরকার পতনের মাধ্যমে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পদধারী নেতারা পালিয়েছেন। ২১ জুলাই থেকে নারায়ণগঞ্জে দেখা যায়নি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলকে।

আহবায়ক কমিটি গঠনে গত বছরের ২৫ আগস্ট জীবন বৃত্তান্ত নেয়া হলেও কমিটি দিতে পারেনি নারায়ণগঞ্জের প্রভাবশালী নেতাদের কারণে। এদিকে ২০০৫ সাল থেকে শহর যুবলীগের কমিটি এখনো বহাল রয়েছে। সভাপতি শাহাদাত হোসেন সাজনু ও সাধারণ সম্পাদক আহম্মেদ রেজা উজ্জ্বল ছাত্র-জনতা হতাহত মামলার আসামি হয়ে গা-ঢাকা দিয়েছেন।

শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুব নেতা শেখ ফজলুল হক মনি যুবলীগ প্রতিষ্ঠা করেন। ফজলুর হক মনি ছিলেন যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্ম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে যুবলীগ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই যুবলীগ সেই লক্ষ্যকে সামনে নিয়ে অগ্রসর হচ্ছে। এদিকে গতকাল ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কোনো কর্মসূচি পালন করেনি যুবলীগ।

অন্যান্য বছরগুলোতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কর্মসূচির মধ্যে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। বনানি কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি ও ১৫ আগস্টে সকল শহীদের কবরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাত। এছাড়া রাজধানী সহ জেলা ও মহানগরে আনন্দ র‌্যালি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হত।

Islams Group
Islam's Group