‘‘নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকার একটি গার্মেন্ট থেকে নামানো ঝুটের টাকা দেওয়া হয় গণসংগতি আন্দোলনের নেতাদের’’ মহানগর বিএনপির কয়েকজন শীর্ষ নেতা এমন তথ্য প্রচার করায় বিএনপির ওই নেতাদের কড়া সমালোচনা করেছে দলটির নেতারা। একই সঙ্গে ভবিষ্যতে এমন কাজ না করতে সাবধানও করা হয়েছে।
গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় গণসংহতি আন্দোলনের কয়েকজন নেতাকে। পরে তাদের কাছে জানতে চাইলে তারা বলেন, বিষয়টি নিয়ে বিএনপির ওই নেতাদের সঙ্গে গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সিনিয়র নেতাদের সাথে কথা হয়েছে। আর কখনো তারা এমন মিথ্যা তথ্য ছড়ালো তাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলার সভাপতি আল-মামুন ফেসবুকে ফেইসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, নারায়ণগঞ্জ গণসংহতি আন্দোলনের নামে কতিপয় মহানগর বিএনপির নেতা মিথ্যা ভিভ্রান্ত প্রচারণা চালাচ্ছে। গণসংহতি আন্দোলনের কোনো নেতাকর্মী ভিক্ষাবৃত্তি ও চৌর্যবৃত্তিতে নেই। নেই কোনো ঝুট সন্ত্রাসী ও দখলদারীর সাথে। গণসংহতির প্রতিটি নেতাকর্মী জেনে বুঝে রাজনীতি করে। দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে। মহানগর বিএনপি মিথ্যা বলা থেকে সাবধান হোন, অযথা নিজেদের নিজেদের জাহির করার জন্য কোনো মিথ্যা নোংরা প্রচারণা করবেন না।
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার কার্যকরী সদস্য আলমগীর হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে বলেন, ওনারা বলছে চাষাঢ়ার একটি ফ্যাক্টরি থেকে মাল নামানো হয়েছে, সেখান থেকে গণসংহতি আন্দোলনের লোকজনকে টাকা দেওয়া হয়েছে যা একেবারেই মিথ্যা কথা। আমলাপাড়া ও এর আশপাশের বিভিন্ন এলাকায় আমাদের যেসব কর্মী সমর্থক আছে তাদের মাধ্যমে এই তথ্যটা আমাদের কানে এসেছে। এটা মহানগর বিএনপির শীর্ষ নেতারা ছড়িয়েছে বলেই আমাদের কানে এসেছে। এ নিয়ে আমাদের গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজনের সাথে একটি মিটিং হয়েছে এবং নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাসও বিষয়টি জানে। তাদের মাধ্যমে মহানগর বিএনপির আহবায়ক এবং সদস্য সচিবকে জানানো হয়েছে যে, এমন আর কোনো খবর যাতে আমাদের কানে না আসে। না হলে আমরা সরাসরি ব্যবস্থা নেবো।
গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সহ-সভা প্রধান অঞ্জণ দাস বলেন, আমি সংগঠনের নেতাদের কাছ থেকে এ বিষয়ে শুনেছি। তবে এই পুরো বিষয়টি আসরে মিথ্যা এবং অপপ্রচার। আমরা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত ছিলাম। তাই তাদের জায়গা থেকে আমাদের নিয়ে এমন মন্তব্য কখনোই কাম্য নয়। আমরা চাই এখন দখলদারি ও ঝুট সন্ত্রাসের মতো বিষয়গুলো যাতে বন্ধ হয়।
তবে এ বিষয়ে কথা বলতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন :