News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

আমি খারাপ সাংবাদিকদের বিরুদ্ধে : গিয়াসউদ্দিন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৫:৪৮ পিএম আমি খারাপ সাংবাদিকদের বিরুদ্ধে : গিয়াসউদ্দিন

নারায়ণগগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, নারায়ণগঞ্জকে সুন্দর করতে হলে সব সংগঠনকে সুন্দর করতে হবে। প্রেস ক্লাবে ভালো সাংবাদিকও আছে, ভালো সাংবাদিকও আছে। আমি কথা বলি খারাপ ও হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে। খারাপ সাংবাদিকদের বিরুদ্ধে ভালো সাংবাদিকের আন্দোলন করা উচিত। ফতুল্লাতে তেল চোর, জায়গা দখলকারী, মাস্তান, ছিনতাইকারী প্রেস ক্লাবের সদস্য। আমি অবাক হয়ে যাই একটি আদর্শিক পেশায় খারাপ মানুষ কিভাবে সম্পৃক্ত হয়। তারা প্রেস ক্লাবে ভর করে থানায় দালালী করে। বিভিন্ন দখলে সাংবাদিকদের ব্যবহার করে। আমি বলছি সব সময়ে খারাপ সাংবাদিকদের বিরুদ্ধে। আমি বললে আমার বিরুদ্ধে স্টেটমেন্ট দিবেন দিতেই পারেন এটা আপনার অধিকার। কিন্তু প্রকৃত বিষয় আগে বুঝতে হবে।

৭ নভেম্বর বিকেলে শহরের চাষাঢ়া জিয়া হলে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জের গডফাদারের অস্ত্রধারী বাহিনী মানুষের উপর অত্যাচার নিপীড়ন করেছে, অস্ত্র দিয়ে গুলি করেছে। নারায়ণগঞ্জবাসী প্রথম চায় এসব গডফাদার বাহিনীর বিচার চায়। তাদের বিচার করতে হবে। তাদের বিচার করা ছাড়া আগামীতে নারায়ণগঞ্জে শান্তি ফিরে আসবে না। তারা কোটি কোটি বিদেশে পাচার করে এখন সে অর্থ দিয়ে ষড়যন্ত্র করছে। তাদের শ্বেতপত্র প্রকাশ করতে হবে।

৫ আগস্টের পর সাত থানায় অনেক নিরর্থক মামলা হয়েছে। পুলিশ অনেক মামলা নিয়ে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। পুলিশকে বলবো আপনারা সচেতন হোন। পুলিশকে বলবো সঠিক তদন্ত করে মামলা নেওয়া উচিত। ৩ মাস হয়ে গেলেও অনেক মামলার কোন অগ্রগতি নাই। পুলিশের মধ্যে বৈপ্লবিক চিন্তা ধারণ করতে হবে।

নগরবাসী অনেক সমস্যার সমাধান চায় উল্লেখ করে গিয়াসউদ্দিন বলেন, যানজটে নারায়ণগঞ্জবাসী দুর্ভোগ পোহাচ্ছে। ট্রাফিক পুলিশকে আহবান করবো সচেষ্ট হোন। দ্রব্যমূল্যের দাম উর্দ্ধগতি রোধে প্রশাসনকে কাজ করতে হবে যাতে জনগণের প্রত্যাশা পূরণ হয়।

Islams Group
Islam's Group