News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ফতুল্লায় সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৯:৫৭ পিএম ফতুল্লায় সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১২ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে আরএন নিট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা। সোমবার ২০ জানুয়ারি দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের মাসদাইর এলাকায় অবরোধ করে রাখেন। এতে সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়।

এর আগে রোববার একই দাবিতে শহরের চাষাঢ়া বিকেএমইএ ভবনের সামনে রাস্তা অবরোধ করে রেখেছিলেন আরএন টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা।

বিক্ষুব্দ শ্রমিকরা বলেন, সরকারঘোষিত ন্যুনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা হলেও তারা পান মাত্র ৯ হাজার টাকা। এই বেতনও মাসের শুরুতে সময়মতো দেওয়া হয় না। এছাড়া, শ্রম আইন অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট, মাতৃত্বকালীন ছুটি, ওভারটাইম ও নাইটবিল সময়মতো পরিশোধেরও দাবি জানান।

সম্প্রতি কারখানাটির অন্তত ৫৭ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে অভিযোগ করে শ্রমিকরা আরও বলেন, ছাঁটাই করা শ্রমিকদের চাকুরিতে পুনর্বহাল করতে হবে।

বিক্ষোভের মুখে বিকেলে মালিকপক্ষ তাদের দাবি মেনে নিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে কাজে যোগদানের ঘোষণা দেন।

শিল্প পুলিশ জানায়, মালিকপক্ষের সঙ্গে ১২ দফা দাবির ব্যাপারে আলোচনা করে সমাধানের জন্য রাস্তা ফাঁকা করে দিয়ে তাদের নিয়ে আরএন টেক্সটাইল লিমিটেডের ভেতরে যান এবং আলোচনায় বসেন। পরে শ্রমিকদের ১২ দফা দাবি মালিকপক্ষ মেনে নেয়। এতে তারা মঙ্গলবার থেকে কাজে যোগদানের ঘোষণা দেন।  নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইন্টেলিজেন্স) সেলিম বাদশা বলেন, শ্রমিকরা ১২ দফা দাবিতে ও তাদের ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেছিলেন। আমাদের শিল্প পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ সেখানে মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করেছেন। মালিকপক্ষ দাবি মেনে নিয়েছে, শ্রমিকরা ফিরে গেছেন। কাল থেকে কাজে যোগ দেবেন।

Islam's Group