News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বন্দরে ব্যবসায়ীকে হত্যা চেষ্টা, থানায় অভিযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৭:৫০ পিএম বন্দরে ব্যবসায়ীকে হত্যা চেষ্টা, থানায় অভিযোগ

বন্দর উপজেলার কাইতাখালিতে ছুরিকাঘাতে ব্যবসায়ী মেহফুজজ্জামান সাদকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার রাত সাড়ে ১২টায় ওৎপেতে থাকায় সন্ত্রাসী এ হামলা চালিয়েছে বলে বন্দর থানায় অভিযোগ করা হয়েছে। আহত সাদের স্ত্রী সিনথিয়া আক্তার বাদী হয়ে শাহ-নেওয়াজ প্রকাশ শাহানাজ, সালাউদ্দিন, ইকবাল, কালা জাহাঙ্গীর, বাবু, পাসপোর্ট বাবু, রিফাত, রাজ নবীগঞ্জ, সুজন, ফয়সাল ও রহিম সহ অজ্ঞাত ৪/৫জনকে আসামি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ব্যবসায়ী কাজ শেষে বাসা উদ্দেশ্যে রওনা দেয় মেহফুজজ্জামান সাদ। ওই সময় বন্দরের কাইতাখালি সিকদার বাড়ির মোড়ে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে-শস্ত্রে গতিরোধ করে মারধর শুরু করে। শাহ নেওয়াজ প্রকাশ শাহানাজ সুইজ গিয়ার দিয়ে সাদকে হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত জখম করে। এ সময় আরও আসামিরা মাথায় এলোপাতাড়ি আঘাত সহ বিভিন্ন স্থানে জখম করে। এ সময় তার সাথে থাকা নগদ ৬৫ হাজার টাকা ও গলার ১ ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে প্রাণনাশে হুমকি দেয়। পরে স্থানীয় লোকজন বন্দর থানার টহল পুলিশের সহায়তায় আহত সাদকে বন্দর উপজেলা হাসপাতালে নিয়ে যায়।

বন্দর থানায় অভিযোগ দায়ের করেছেন বলে স্বীকার করেন ব্যবসায়ী সাদের স্ত্রী সিনথিয়া আক্তার।

Islam's Group