বন্দরে বেপরোয়াগামী ট্রাক চাপায় আসাদ(৫০)নামে এক অটোচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অটোতে থাকা আরো ৩ যাত্রী। রোববার ১৯ জানুয়ারি ভোর সাড়ে ৬টার দিকে বন্দর রেললাইন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর পরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। নিহত আসাদ পুরাণ বন্দর চৌধুরী বাড়ি এলাকার মৃত আমির হোসেনের ছেলে। আসাদের মৃত্যুর খবর পেয়ে মুহূর্তের মধ্যে শত শত শ্রমিক ঘটনাস্থলে জড়ো হয়ে মদনগঞ্জ টু মদনপুর সড়ক অবরুদ্ধ করে রাখে। বিক্ষুব্ধ জনতা মিছিল করে ঘাতক ট্রাক চালককে গ্রেপ্তারসহ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। এ ঘটনায় ওই রুটে প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। গাড়ি চলাচল স্বাভাবিক করতে বন্দর থানা পুলিশের একটি দল পরিস্থিতি নিবৃত্তের চেষ্টা করলেও জনতার তোপের মুখে তারা ব্যর্থ হয়। পরবর্তীতে সকাল সাড়ে ১০টায় বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে নিহতের স্বজন ও শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেয়।
নিহতের পারিবারিক সূত্র জানায়,আসাদ মিয়া পুরাণ বন্দর টু বন্দর খেয়াঘাট রুটের অটোচালক। রোববার ভোর সোয়া ৬টার সময় চৌধুরীবাড়ি স্ট্যান্ড হতে যাত্রী নিয়ে বন্দর খেয়াঘাটের উদ্দেশ্যে রওনা হয়। সাড়ে ৬টার সময় বন্দর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে এ সময় মদনগঞ্জ প্রান্ত হতে বেপরোয়া গতিতে আসা অজ্ঞাতনামা একটি মালবাহী ট্রাক আচমকা চাপা দিয়ে চলে যায়। চালক আসাদ ঘটনাস্থলেই মারা যায়। তবে আহত হন ৩ যাত্রী। তাদেরকে উপস্থিত জনতা গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। উত্তেজিত জনতা বাসস্ট্যান্ড এলাকায় স্পিডব্রেকার স্থাপন ও সিসি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
আপনার মতামত লিখুন :