News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ছোট দুই ভাইয়ের মত জুয়েলের আত্মহত্যা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফতুল্লা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ১০:১৬ পিএম ছোট দুই ভাইয়ের মত জুয়েলের আত্মহত্যা

নিহত ছোট দুই ভাইয়ের মতোই নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে  আত্মহত্যা করেছে  মো. জুয়েল (৪৫) নামের এক যুবক।

শনিবার ১৮ জানুয়ারি রাত ১১ টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর রেলস্টেশন  এলাকায় এ ঘটনা ঘটে।  এর আগে ২০০৫ সালে নিহতের ছোট ভাই রুবেল  এবং সাকিব ২০১৮ সালে পারিবারিক  কলহের কারণে গলায় ফাঁস নিয়ে নিজ বাড়িতেই আত্যহত্যা করেন।

মৃত জুয়েল দাপা এলাকার আ. আজিজের ছেলে। তিনি বুয়েটের ওয়ার্কসপে চাকুরি করতেন। জুয়েলের দুটি শিশু ছেলে রয়েছে। 

স্থানীয়রা জানায়, শনিবার জমির জন্য বাবা ও বড় বোনের সাথে জুয়েলের কথা কাটাকাটি হয়। এসময় তারা টাকা দিতে রাজি না হওয়ায় ঘরের চালের আরার সাথে রশি দিয়ে ঝুলে আত্যহত্যা করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, বিষয়টি আইনি পক্রিয়াধিন রয়েছে।

Islam's Group