News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে উত্তাল রূপগঞ্জ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | রূপগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ০৬:১৭ পিএম সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে উত্তাল রূপগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক কালবেলার জাহাঙ্গীর মাহমুদ, দৈনিক নয়াদিগন্তের শফিকুল ইসলাম ও আলোকিত বাংলাদেশের পারভেজের উপর মাসুদুর রহমান ওরফে কাইল্লা মাসুদ বাহিনীর সন্ত্রাসীদের হামলা, নির্যাতন ও গুলি বর্ষণের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রূপগঞ্জ।

বিক্ষুব্ধ ৩শ’সাংবাদিক কয়েক’শ জনতা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার ০৩ ডিসেম্বর দুপুরে উপজেলার ভুলতা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির আলটিমেটাম দিয়েছেন সাংবাদিকরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, কাইল্লা মাসুদ রূপগঞ্জের ত্রাস। তার রয়েছে বিশাল অস্ত্রধারী বাহিনী। সে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী, জমি জবরদখল থেকে শুরু করে হেন অপকর্ম নেই যা এ বাহিনী করে না। ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে গোটা উপজেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে এ বাহিনী। তার কার্যক্রমে স্থানীয় বিএনপি ক্ষুব্ধ। কাইল্লা মাসুদ ও তার বাহিনীকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির আলটিমেটাম দিয়েছেন।

রূপগঞ্জের কর্মরত সকল সাংবাদিকদের আয়োজনে মানববন্ধনে বক্তব্যে রাখেন, দৈনিক সংবাদের মফস্বল সম্পাদক আলম হোসেন,  কলামিস্ট ফোরামের মহাসচিব ও দৈনিক জনকন্ঠের সাংবাদিক মীর আব্দুল আলীম, ইত্তেফাকের  সাংবাদিক এম এ মোমেন, বাংলাভিশন ও ইনকিলাবের খলিল সিকদার, মাইটিভির মকবুল হোসেন, মোহনা টেলিভিশনের সাত্তার আলী সোহেল, কালের কন্ঠের রাসেল আহমেদ, সংবাদের আড়াইহাজারের সাংবাদিক হারাধন চন্দ্র দে, নয়াদিগন্তের শফিকুল ইসলাম মামুন, জিটিভির আশিকুর রহমান হান্নান, যমুনা টিভির জয়নাল আবেদিন জয়, বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফ, যুগান্তরের মাহবুব মনি, রাসেল মাহমুদ, বাংলাদেশের খবরের ইমদাদুল হক দুলাল, নাগরিক টেলিভিশনের মাহবুব আলম প্রিয়, জাগো নিউজের নাজমুল হুদা, একাত্তর টেলিভিশনের রিয়াজ হোসেন, দেশ রূপান্তরের আতাউর রহমান সানিসহ আরো অনেকে। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে রূপগঞ্জসহ পার্শ্ববর্তী আড়াইহাজার ও ডেমরা-ঢাকা প্রেস ক্লাবের সাংবাদিকসহ রূপগঞ্জের বিভিন্ন এলাকা থেকে কয়েক’শ এলাকাবাসী অংশগ্রহণ করেন। 

রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, যারা সন্ত্রাসী কর্মকা- করে তারা আমাদের দলের সাথে সম্পৃক্ত না। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। সাংবাদিকরা আমাদের সমাজের অংশ। এটা মেনে নেওয়া যায় না। অপরাধী যেই হউক তাদের বিচার ও শাস্তি কামনা করছি।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী হাসান বলেন, আমরা সাংবাদিকদের ব্যাপারে আমরা আন্তরিক। অভিযান চলমান রয়েছে, আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

Islams Group
Islam's Group