News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

পায়ের নিচে মাটি ও মাথার উপর ছাদ মানুষের প্রাপ্য : ভূমি উপদেষ্টা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ০৭:০৬ পিএম পায়ের নিচে মাটি ও মাথার উপর ছাদ মানুষের প্রাপ্য : ভূমি উপদেষ্টা

 ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ.এফ হাসান আরিফ বলেছেন, পায়ের নিচে একটু মাটি মাথার উপরে একটু ছাদ এটা মানুষের প্রাপ্য। ভূমির সঙ্গে সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সমাজের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে এই প্রশিক্ষণের মাধ্যমে একটা গুরু দায়িত্ব পালন করছি। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যারা একটি নতুন সমাজ প্রত্যাশা করে ছিল প্রশিক্ষণ সেই প্রত্যাশা পূরণে একটি বড় পদক্ষেপ রাখবে।

রোববার ১ ডিসেম্বর বিকেলে ডেমরা সারুলিয়া এলাকায় আব্দুল করিম জুট মিলস মিলনায়তনে আয়োজিত ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে ক্যাডার এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এর কর্মকর্তাগণের অংশগ্রহণে ৪০দিন ব্যাপী আয়োজিত ১৩৭তম সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ভূমি সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ, ভূমি সংস্কার বোর্ডের সচিব সালাউদ্দিন নাগরী সহ উধ্বতন কর্মকর্তারা। ১ ডিসেম্বর থেকে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত প্রশিক্ষণ কোর্সটি চলবে। এতে অংশ নিয়েছেন ৫০ জন কর্মকর্তা।

Islams Group
Islam's Group