News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

পলিথিনে মোড়ানো ৭ খণ্ডিত মরদেহটি ফতুল্লার ব্যবসায়ীর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৩:০৩ পিএম পলিথিনে মোড়ানো ৭ খণ্ডিত মরদেহটি ফতুল্লার ব্যবসায়ীর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পলিথিনে মোড়ানো ৭ খন্ডিত লাশের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম জসিম উদ্দিন মাসুম (৫৯)। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চাঁদ ডাইংয়ের মালিক ও একজন শিল্পপতি। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

বুধবার দুপুরে কুড়িল-কাঞ্চন সড়কের উত্তর পাশে পূর্বাচলের ৫ নম্বর সেক্টর থেকে ওই খণ্ডাশগুলো উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: মেহেদী ইসলাম জানান, ‘আমরা বুধবার যে খণ্ডিত লাশ পেয়েছিলাম, তার পরিচয় শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে এই ঘটনায় আমরা অভিযান পরিচালনা করেছি।’
জসিমের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর বিকেলে জসিম গাড়িতে করে বাসা থেকে বের হয়ে গুলশান যান। এরপর ব্যক্তিগত গাড়ি চালককে ছেড়ে দেন। চালককে জানিয়েছিলেন, অন্য গাড়িতে নারায়ণগঞ্জের কারখানায় যাবেন। তবে রাতে বাসায় না ফেরায় ও মোবাইল বন্ধ থাকায় পরদিন গুলশান থানায় তার বড় ছেলে জিডি করেন।

জসিমের বড় ছেলে ওবায়দুল ইসলাম শিবু বলেন, ‘দাড়ি, নখ ও বাম পায়ের কিছু চিহ্ন দেখে বাবার লাশ শনাক্ত করি। গত ১০ নভেম্বর বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় গুলশান থানায় একটি জিডিও করেছি। সেরা করদাতা হিসেবে আমার বাবা একাধিকবার কর বাহাদুর পুরস্কার পেয়েছেন। তিনি একজন শিল্পপতি। চাঁদ ডায়িং ফ্যাক্টরিসহ আমাদের অনেক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। বাবার সাথে কারো শত্রুতা রয়েছে বলে জানা নেই।’

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, ‘স্থানীয়রা সকালে লেকের পাড়ে তিনটি কালো পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে এক এক করে পলিথিনের ব্যাগগুলো খুললে একজন পুরুষের শরীরের মাথা, দু’টি হাত, শরীরের পেছনের অংশ, নাড়ি ভুঁড়ি, বাম পা, বাম উড়ুর কাটা অংশ উদ্ধার করা হয়।’

Islams Group
Islam's Group