তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২২ জানুয়ারি সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে নারায়ণগঞ্জের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য শূন্যতা, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে নানা উদ্যোগ নেয়া হবে।
জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. মো. মনিরুজ্জামান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বী, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামান, প্রমুখ।
সভায় জেলা প্রশাসক বলেন বলেন, তারুণ্যের ভাবনাকে একিভূত করে সুন্দর রাষ্ট্র গঠনের উদ্যোগ নেয়া হবে। তরুন সমাজের প্রস্তাবনাকে প্রাধান্য দিয়ে বৈষম্যহীন সোনার বাংলা গড়ার পদক্ষেপ নেয়া হবে।
আপনার মতামত লিখুন :