News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

গ্যাসের অবৈধ সংযোগ নেয়ার সময় বিস্ফোরণে ৭ শ্রমিক দগ্ধ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৫:৫৫ পিএম গ্যাসের অবৈধ সংযোগ নেয়ার সময় বিস্ফোরণে ৭ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাসের অবৈধ সংযোগ নেয়ার সময় বিস্ফোরণে অন্তত সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার মধ্যরাতে কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

দগ্ধরা হলেন মো. জয় (২০), মো. সুলতান (২৩), মো. মিজান (৩৫), মো. জাহাঙ্গীর আলম (৪৫), রিপন (৩৮), মো. শাহজালাল (৪৫) ও মো. রাজু (২৪)। তাঁদের মধ্যে জয়ের শরীরের ২২ শতাংশ, সুলতানের ২০ শতাংশ, মিজানের ১৯ শতাংশ, জাহাঙ্গীরের ১০ শতাংশ, রিপনের ৯ শতাংশ, শাহজালালের ৭ শতাংশ ও রাজুর ২ শতাংশ দগ্ধ হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, ১১ নভেম্বর মধ্যরাতে ওই সাতজনকে নিয়ে আসা হয়। তাদের মধ্যে চারজনকে ভর্তি রাখা হয়েছে। আর তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনার প্রসঙ্গে মো. রুবেল নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ১১ নভেম্বর রাতে কাঁচপুরের সোনাপুর এলাকায় লাভলী সিনেমা হলের সামনে শ্রমিকেরা অবৈধভাবে তিতাস গ্যাসের সংযোগ নেয়ার চেষ্টা করছিলেন। এ সময় একটি গ্যাস লাইন ঝালাই করতে গেলে বিস্ফারণের ঘটনা ঘটে। এতে সাত শ্রমিক দগ্ধ হন। কাঁচপুর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়ে আজ সকালে আমরা ঘটনাস্থলে যাই। জানতে পারি, ওই শ্রমিকেরা তিতাস গ্যাসের একটি মূল সংযোগে আরেকটি সাব সংযোগে ঝালাইয়ের কাজ করার সময় বিস্ফোরণ ঘটে।

ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সোনারগাঁ জোনের ব্যবস্থাপক প্রকৌশলী আনোয়ারুল আজিম।

Islams Group
Islam's Group