News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ফতুল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফতুল্লা করেসপনডেন্ট প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ১১:০৩ পিএম ফতুল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত যুবক তামিম (১৮) মারা গেছেন। ১০ নভেম্বর রোববার রাতে চিকিৎসাধীনবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় নিহত যুবককে ছুরিকাঘাত করা হয়। নিহত তামিম ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার আলমগীরের ছেলে।

জানা যায়, বড় ভাই ছোট ভাই নিয়ে নিহতের সাথে অভিযুক্তদের সাথে কথা কাটাকাটি হয়। এতে অভিযুক্তরা নিহতের পেটে ও বুকে একাধিক বার ছুরিকাঘাত করে। প্রথমে স্থানীয়রা তাকে নারায়ণগঞ্জের খানপুর ৩০০শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রোববার (১০ নভেম্বর) রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

ওই ঘটনার ঘটনার পরপরই পুলিশ কিশোর গ্যাংয়ের দুই সদস্য  রায়হান (১৬) ও ফালানকে (১৭) গ্রেপ্তার করে। তারা হলো ফতুল্লা মডেল থানার লালপুর পৌষাপুকুর এলাকার জালাল আহম্মেদের ছেলে রায়হান ও একই এলাকার মনির হোসেনের ছেলে ফালান।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের চাচা মো. শাহ আলম বাদী হয়ে প্রথমে হত্যার চেষ্টাার ঘটনায় চার জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৫-৬ জন কে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে। সেই মামলাটি এখন হত্যা মামলায় রুপান্তিত হবে। ইতিমধ্যেই পুলিশ সাইফুল ও রায়হানকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

Islams Group
Islam's Group