জাঁকজমকভাবে প্রথম আলো নারায়ণগঞ্জ বন্ধুসভার নতুন কমিটির অভিষেক ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার ১৭ জানুয়ারি সন্ধ্যায় শহরের কালিবাজারস্থ নারায়ণগঞ্জ বন্ধুসভার নিজস্ব কার্যালয়ে এ অভিষেকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীতের পর নতুন কমিটি ফুল দিয়ে বরণ করে নেন সাবেক সভাপতি আফরিন সুলতানা।
সভাপতি নয়ন আহমেদের সভাপতিত্বে সহ-সভাপতি জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলো নারায়ণগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, উপদেষ্টা প্রথম আলোর প্রতিনিধি মজিবুল হক, উপদেষ্টা উজ্জ্বল উচ্ছবাস, সাবেক সভাপতি আফরিন সুলতানা।
বক্তব্যে রফিউর রাব্বি বলেন, বন্ধুসভা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এটির মাধ্যমে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করা সম্ভব। নতুন নেতৃত্ব তৈরি ও নিয়মিত পাঠচক্র করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, এই কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির মাধ্যমে সমাজ সেবার বিভিন্ন কাজে ও নিজেদের উন্নয়নে এক ঝাঁক তরুণ বন্ধুরা এগিয়ে যাবে সেই আশাবাদী।
শুভেচ্ছা বক্তব্যের পরে মূল আকর্ষণ পিঠা প্রদর্শন করা হয়। ভাপা পুলি পিঠা, নকশি পিঠা, সুজি পিঠা, কলা পিঠা, মালপোয়া, পাটিসাপটা, ফুলকপি পিঠা, ভাপা পিঠা ও চিতই পিঠা নামক বাহারি পিঠা প্রদর্শিত হয়। এরপর কবিতা আবৃত্তি করেন সহসভাপতি জহিরুল ইসলাম। এছাড়াও কুইজের ব্যবস্থা ছিল। কুইজে দুইজন বিজয়ীকে উপহার হিসেবে বই দেওয়া হয়। সর্বশেষে সবার হাতে পাললিক-২০২৪ বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা সাব্বির আল ফাহাদ, সাধারণ সম্পাদক মৌন লাকি, যুগ্ম সাধারণ সম্পাদক অর্পিতা হোসেন, সহসাংগঠনিক সম্পাদক সুমাইয়া আক্তার, অর্থ সম্পাদক ইয়াসিন ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হান্নান, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক নাইমা ইসলাম, ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক ইউসুফ কবির, পরিবেশ ও সমাজকল্যান সম্পাদক জান্নাতুল ফেরদৌস জিসান, ম্যাগাজিন সম্পাদক হাসান আহমেদ ইমরান, বইমেলা সম্পাদক গাজী ওমর ফারুক, কার্যনির্বাহী সদস্য হাসানুজ্জামান, গাজী খায়রুজ্জামান, সদস্য লিমা, আল ইমরান, সাফাত, মাইশা, আবির, ইলফা, রোজা প্রমুখ।
আপনার মতামত লিখুন :