বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক দেশব্যাপী বিজিবি কর্তৃক অসহায় গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অংশ হিসেবে নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) এর ব্যবস্থাপনায় ১৪ জানুয়ারি বিকেলে ৪টায় নারায়ণগঞ্জ জেলার গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত কার্যক্রম নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সালাহউদ্দিন চৌধুরী, পিএসসি, জি+, আর্টিলারি উপস্থিত থেকে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) জনগণের পাশে থাকার প্রত্যয় নিয়ে বিভিন্ন সময়ে প্রয়োজনীয়তা অনুসারে গরীব ও দুঃস্থদের মাঝে খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরণের কল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত রাখতে দৃঢ় প্রত্যয়ী।
আপনার মতামত লিখুন :