চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ও ধর্মীয় সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই সভা আয়োজিত হয়।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বক্তব্য রাখেন খেলাফত মজলিস, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, ‘সরকারি আইনজীবী সাইফুল ইসলামকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনা প্রমাণ করে ইসকন দেশের আইন আদালতকে শ্রদ্ধা করে না। বিগত স্বৈরাচার সরকার দিনের পর দিন ইসলামী আলেমদের কারাবন্দি করে রাখলেও তাদের অনুসারীদের কেউ কখনও আদালতে হামলা করেনি। বিশৃঙ্খলা করেনি। কিন্তু ইসকন করেছে। এর নেপথ্যে রয়েছে প্রতিবেশী দেশ ভারতের উস্কানি।
দেশবিরোধী যেকোন ষড়যন্ত্র আমরা রুখে দিবো। কোনভাবেই ভারতের প্রেসক্রিপশনে এই দেশে নাশকতা কিংবা ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান হবে না। তাদের প্রতিহত আমরা করবোই।
আপনার মতামত লিখুন :