আগামী বছরের ২২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। সেই অনুযায়ী যেসব প্রতিষ্ঠান ২৩ ডিসেম্বরের মধ্যে ২০২৪ সালের বকেয়া চাঁদা, হালনাগাদ ট্রেড লাইসেন্স ও আয়কর প্রত্যয়ন পত্র জমা প্রদান করবে শুধু সে সকল প্রতিষ্ঠানই ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হবে উল্লেখ করে বাণিজ্য সংগঠন এর নির্বাচন বিধি অনুযায়ী সম্পূর্ণ নির্বাচন তফসিল প্রণয়ন করা হয়েছে।
শনিবার ২৩ নভেম্বর দুপুরে চেম্বার অব কমার্স ভবনে ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ডের প্রথম যৌথ সভা শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা দেশের বাইরে থাকায় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এর অনুরোধে সভাপতিত্ব করেন নির্বাচন বোর্ডের সদস্য মাহমুদ হোসেন।
সভায় উপস্থিত ছিলেন, নির্বাচন বোর্ড এর সদস্য মাহমুদ হোসেন, স্বপন চৌধুরী, নির্বাচন আপিল বোর্ড এর চেয়ারম্যান ফজলুল হক রুমন রেজা, সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম ও অ্যাডভোকেট মো. জাকির হোসেন।
উল্লেখ্য গত ১০ই নভেম্বর, ২০২৪ইং তারিখে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ১২তম কার্যকরি সভায় ২০২৫-২০২৭ কার্যকালের পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য নির্বাচন বোর্ড ও নির্বাচন আপীল বোর্ড গঠন করা হয়। নির্বাচন বোর্ডে বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি ও এফবিসিসিআই সাবেক পরিচালক প্রবীর কুমার সাহাকে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হোসেন এবং দৈনিক অগ্রবানী পত্রিকার সম্পাদক স্বপন চৌধুরীকে মনোনীত করা হয়। এছাড়া নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে ফজলুল হক রুমন রেজা, মাওলানা আব্দুল কাইয়ুম ও সিনিয়র অ্যাডভোকেট জাকির হোসেন কে নির্বাচন আপিল বোর্ডের সদস্য হিসাবে মনোনীত করা হয়।
আপনার মতামত লিখুন :