জুলাই বিগ্রেড সরকারি তোলারাম কলেজ শাখার ১৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। সাইফুল ইসলামকে সভাপতি ও ইবতিহাজ আবরারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মঙ্গলবার ১২ নভেম্বর সকাল ১১টায় বিগ্রেড সরকারি তোলারাম কলেজ শাখার পক্ষ থেকে সাংগঠনিক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি মো. আজিজুল হাকিম, সাংগঠনিক সম্পাদক আমেনা আক্তার মীম, অর্থ সম্পাদক মুনিয়া আক্তার মীম, দপ্তর সম্পাদক পিয়াস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আসিফ, পাঠাগার সম্পাদক হুমায়রা, স্কুল বিষয়ক সম্পাদক জাহিদ,
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আঁখি আক্তার, পাঠচক্র বিষয়ক সম্পাদক মারিয়া ফেরদৌস,
সহসম্পাদক মানজারুক ইসলাম, সদস্য আতিকা ইসলাম ও সানজিদ আহাম্মেদ দিহান।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া ৪৫ টাকা করা, নারায়ণগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগাং রোগ, সোনারগাঁ পঞ্চমীঘাট, পানাম রুটের সিএনজি চালিত সকল বাসের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা, ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করা, নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বিআরটিসি এসি বাসের ভাড়া ৬০ টাকা এবং এই রুটের বেসরকারি সকল এসিবাসের ভাড়া ৬৫ টাকা করা। আগামী ১৫ নভেম্বরের মধ্যে দাবি সমূহ বাস্তবায়নের দাবি জানানো হয়। যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের চলমান আন্দোলন কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে জুলাই বিগ্রেড সরকারি তোলারাম কলেজ শাখার নেতৃবৃন্দ।
সরকারি তোলারাম কলেজে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতসহ শিক্ষার্থীদের মেধা মনন বিকাশে ও সরকারি তোলারাম কলেজ ছাত্র, শিক্ষক, কর্মচারীদের বিভিন্ন সংকটে পাশে থাকার আহ্ববান জানান জুলাই বিগ্রেড সরকারি তোলারাম কলেজ শাখার নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :