News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বাস ভাড়া কমানোর দাবিতে মশাল মিছিল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪, ০৯:২৮ পিএম বাস ভাড়া কমানোর দাবিতে মশাল মিছিল

নারায়ণগঞ্জ থেকে সকল রুটে বাস ভাড়া কমানো ও ছাত্রদের অর্ধেক ভাড়া কার্যকর করার দাবিতে শনিবার ৯ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম মশাল মিছিল বের করে।

মিছিলের শুরুতে সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, যাত্রী অধিকার সংরক্ষণ ফেরামের বর্তমান দাবি নারায়ণগঞ্জের মানুষের দাবি, এইটি গণদাবি। সুতরাং এটি বাস্তবায়ন করতে হবে। নারায়ণগঞ্জের পরিবহণ মাফিয়ারা পালিয়ে গেছে কিন্তু তাদের কিছু পোষ্য এখনো রয়ে গেছে। তারা মনে করছে শেখ হাসিনার শাসনামলের মতো প্রশাসনের সহায়তায় নারায়ণগঞ্জের মানুষকে জিম্মি করে টাকা-পয়সা হাতিয়ে নেবে! তা আর হবে না। প্রশাসন যদি এই পতিত চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারে তবে এর পরিণতি হবে ভয়াবহ। হাসিনা সরকার ছিল পরিবহণ মালিক বান্ধব। সরকার ও পরিবহণ মালিকদের স্বার্থ ছিল অভিন্ন। প্রশাসন জনস্বার্থকে উপেক্ষা করে মালিক সিন্ডিকেটের পক্ষ নিয়েছে। বর্তমান সরকার জনগণ অভ্যুত্থানের মধ্যদিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং আজকে প্রশাসনকে জনস্বার্থ রক্ষায় কাজ করতে হবে। নারায়ণগঞ্জের মানুষের যৌক্তিক দাবি মানতে হবে। ১৫ নভেম্বরের মধ্যে যদি দাবি মানা না হয় ১৭ নভেম্বর রবিবার নারায়ণগঞ্জ শহরে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত অর্ধ বেলা সর্বাত্মক হরতাল পালিত হবে।

তিনি বলেন, গণমানুষের দাবি আদায় করে তবেই আমরা ঘরে ফিরবো এর আগে না। মশাল মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে দুই নং রেল গেট, এক নং রেল গেট হয়ে কালীর বাজারে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম তিন দফা দাবি নিয়ে আন্দোলন করছে। ১: নারায়ণগঞ্জ-ঢাকা (লিংক রোড) রুটে বাস ভাড়া ৪৫ টাকা করতে হবে। নারায়ণগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগাং রোগ, সোনারগাঁ পঞ্চমীঘাট, পানাম, কোবগা (তাজমহল) রুটের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনতে হবে। ২: ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করতে হবে। ৩: নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বিআরটিসি এসি বাসের ভাড়া ৬০ টাকা এবং এই রুটের বেসরকারি সকল এসিবাসের ভাড়া ৬৫ টাকা করতে হবে। মিছিলে উপস্থিত ছিলেন সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বায়ক তরিকুল সুজন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি এড. জিয়াউল ইসলাম কাজল, শিশু সংগঠক রথীন চক্রবর্তী, সুজনের জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল, ন্যাপের জেলা সাধারণ সম্পাদক এড আওলাদ হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদ হোসেন, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক হিমাংসু সাহা, সমমনার সভাপতি সালাহউদ্দিন আহমদ প্রমুখ।

 

Islams Group
Islam's Group