বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের জরুরি সভায় এম. সোলায়মানকে অ্যাসোসিয়েশনের সভাপতি ও মোহাম্মদ মুসাকে সিনিয়র সহসভাপতি পদে সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়েছে।
শনিবার ৯ নভেম্বর দুপুরে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার পর লিটন সাহাকে সভাপতি ও ইসি সদস্য পদ থেকে অব্যাহতি প্রদানের ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি অশোক মহেশ^রী, ইসি সদস্য জয় সাহা ও বিশ্বজিত সাহা ২০২৩-২০২৫ মেয়াদের ইতিপূর্বে অনুষ্ঠিত কোন মাসিক সভায় উপস্থিত না থাকায় তাদের ইসি সদস্যপদ বাণিজ্য নীতিমালা এবং গঠনতন্ত্র অনুযায়ী বাতিল বলে বিবেচিত হওয়ায় তাদের এবং লিটন সাহার স্থলে এম. সোলয়ামান, মো. মাহফুজুর রহমান খান, মো. যোবায়ের আলম ঝলক ও মামুন পুস্তিকে ইসি সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়।
কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে মো. মোজাম্মেল হক সহসভাপতি, মোস্তফা এমারানুল হক মুন্না সহসভাপতি, সঞ্জিত রায় সহসভাপতি, মো. মজিবুর রহমান, মো. আমিন উদ্দিন, মো. তাজুল ইসলাম টুটুল, মো. সিরাজুল হক হাওলাদার সিরাজ, মো. আকবর হোসেন, মো. আকরাম, গৌতম সাহা, মো. তাইজ উদ্দিন আহমেদ, মো. মাহমুদুল হাসান মনির, মো. জাহিদ হাসান, জীবন সাহা, মো. মজিবর রহমান ও অসীম কুমার সাহা।
বর্তমান কার্যকরী পরিষদ স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি আস্থাশীল থেকে আগামীতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ।
আপনার মতামত লিখুন :