News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ফুটপাতে লেগেছে শীতের হাওয়া, ক্রেতাতে ভিড়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪, ০৭:৪৩ পিএম ফুটপাতে লেগেছে শীতের হাওয়া, ক্রেতাতে ভিড়

শীতের বাতাস বইতে শুরু করেছে শহরের ফুটপাতগুলো। শুক্রবার ৮ নভেম্বর ছুটির দিনে শহরের চাষাঢ়া থেকে বিবি রোডের প্রধান সড়কের ফুটপাতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এ সময় শিশু কিশোরদের নিয়ে শীতের পোশাক ক্রয় করতে দেখা যায়। শীতের আগেই গরম পোশাক ক্রয়ে প্রথম শুক্রবার বাড়তে শুরু করেছে। বিপনি-বিতান থেকে শুরু করে ফুটপাত, হাট-বাজারসহ বিভিন্ন অলিগলিতে বিক্রি হচ্ছে এসব গরম পোশাক। বিশেষ করে শিশু-কিশোরদের জ্যাকেট, সোয়েটার, টুপি, মোজা বিক্রির ধুম পড়েছে। তবে কম দামে গরম পোশাক কিনতে ফুটপাতের ভাসমান দোকানগুলোতে স্বল্পআয়ের মানুষের ভিড় জমেছে।

ফুটপাতে ৫০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে এসব শীতের পোশাক। যার মধ্যে রয়েছে শিশুদের জিন্সের ফ্রক, স্কার্ট, উলের পোশাক, বেবি কিপার, রেকসিনের জ্যাকেট, ওভারকোট, কার্ডিগান, মাফলার ও নতুন ডিজাইনের কানটুপি। এসব দোকানে ১৫০-৫০০ টাকায় ছেলেদের পোশাকের মধ্যে রয়েছে গেঞ্জি ও ট্রাউজারের কাপড় দিয়ে তৈরি হুডি, ফুলহাতা টি-শার্ট, শীতের টুপি, জ্যাকেট, ডেনিম শার্ট, মিক্স স্টাইলের সোয়েটার আর ব্লেজার।

শহরের বিভিন্ন পয়েন্টে রাস্তার পাশে দাঁড়িয়ে ভ্যানে পুরাতন গরম কাপড় বিক্রির ধুম পড়েছে। এখানেও ক্রেতার ভিড় চোখে পড়ার মতো। সন্ধ্যার পর থেকেই দোকানগুলোতে পা ফেলার জায়গা থাকে না। পুরোনো সোয়েটার, জাম্পার, জ্যাকেট, ফুলহাতা গেঞ্জি, মোজা, মাফলার পাওয়া যায় খুব অল্প দামের মধ্যে।

শহরের চাষাঢ়ার কাপড় বিক্রেতা ইমরান হোসেন বলেন, গ্রামাঞ্চলে অনেক আগে শীত জেঁকে বসেছে। তবে শহরে তেমন শীত অনুভূত হচ্ছিল না। গত কয়েকদিন ধরে নারায়গঞ্জ শহরে শীত বাতাস বইছে। এ কারণে শীতের কাপড়ের চাহিদা বেড়েছে।

বিবি রোডে ফুটপাতের পোশাক বিক্রেতা আসলাম সানি বলেন, শীতের কাপড় কেনার জন্য ছুটির দিন শুক্রবার স্বল্পআয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তরা ভিড় করছেন। ক্রেতাদের চাহিদা বেড়ে যাওয়ায় বেচাকেনাও বেশি হচ্ছে। তবে আমাদের এখানে বেশিরভাগ ক্রেতা হচ্ছেন মধ্যবিত্তরা। কারণ তাদের বাজেট অনুযায়ী এখানে বেচাকেনা হয়ে থাকে।

শহরের ২ নম্বর গেট এলাকার পোশাক বিক্রেতা ওমর সানি বলেন, কয়েকদিন ধরে পাশাপাশি গতকাল শুক্রবার শীতের পোশাক বেশ ভালোই বিক্রি হচ্ছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী এখানে নানা ধরনের পোশাক রয়েছে। দাম সর্বসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকায় বেচাকেনাও ভালো হচ্ছে।

Islams Group
Islam's Group