News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

দাবি না মানলে ১৭ নভেম্বর অর্ধদিবস হরতাল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০৩:৩৯ পিএম দাবি না মানলে ১৭ নভেম্বর অর্ধদিবস হরতাল

বাসভাড়া কমানোর দাবিতে রোববার ৩ নভেম্বর বিকালে শহরের মিশনপাড়ায় সিপিবির জেলা সভাপতির কার্যালয়ে জেলার শ্রমিক নেতৃবৃন্দের সাথে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক রফিউর রাব্বি। সভায় বক্তব্য রাখেন ট্রেডইউনিয়ন কেন্দ্রের জেলা সভাপতি হাফিজুল ইসলাম, এম এ শাহীন, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সমন্বয়ক সেলিম মাহমুদ, বিপ্লবী শ্রমিক ফ্রন্টের জেলা সমন্বয়ক আবু হাসান টিপু, শহিদুল আলম নান্নু, জাতীয় শ্রমিক ফ্রন্টের হিমাংসু সাহা, এইচ রবিউল চৌধুরী, বাংলাদেশ শ্রমিক সংহতির জেলা সভাপতি অঞ্জন দাস প্রমুখ।

সকালে নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজে গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। ছাত্র ও শিক্ষকদের মাঝে কর্মসূচি পালনের সময় লিফলেট বিতরণ করা হয় এবং দাবি আদায়ের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের আহবান জানানো হয়।

ক্লাসে ক্লাসে বক্তব্য রাখেন, সাইফুল ইসলাম, মুন্নি আক্তার, আবিদ রহমান, মো. আজিজুল হাকিম প্রমুখ।

বক্তারা বলেন ১৫ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে ১৭ নভেম্বর রবিবার নারায়ণগঞ্জ শহরে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস সর্বাত্মক হরতাল পালিত হবে। গণসংযোগে শিক্ষক ও ছাত্রবৃন্দ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন। সভায় বক্তারা নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোড রুটে বাস ভাড়া ৪৫ টাকা করা, নারায়ণগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগাং রোড, সোনারগাঁ রুটের সিএনজি চালিত সকল বাসের ভাড়া দ্রুত কমানো, ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া দ্রুত কার্যকর করা এবং নারায়ণগঞ্জ-ঢাকা রুটে এসি বাসের ভাড়া বিআরটিসি ৬০ টাকা এবং বেসরকারী ৬৫ টাকা করার দাবিতে আন্দোলন আরও বেগবান করার পক্ষে মতামত ব্যক্ত করেন।

বক্তারা ১৫ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে ১৭ নভেম্বর নারায়ণগঞ্জ শহরে অর্ধদিবস সর্বাত্মক হরতাল সফল করার সার্বিক প্রস্তুতির বিষয়ে সভায় বক্তারা মতামত ব্যক্ত করেন।

Islams Group
Islam's Group