News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

প্রেস ক্লাবের পাশে থাকার ঘোষণা রফিউর রাব্বির


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০৩:২৮ পিএম প্রেস ক্লাবের পাশে থাকার ঘোষণা রফিউর রাব্বির

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। রোববার (৩ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শনে এসে একথা বলেন তিনি।

তিনি বলেন, প্রেস ক্লাব নারায়ণগঞ্জের একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনে হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমরা সংস্কৃতি কর্মীরা সর্বদা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পাশে ছিলাম, আছি এবং থাকবো।

একইসাথে হামলায় আহত প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদসহ অসুস্থ সাংবাদিকদের প্রতি সমবেদনা জানান তিনি।

তিনি বলেন, আগে থেকে জানানোর পরও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের হামলা প্রতিরোধে আইনগত কোনো পদক্ষেপ না নেয়ায় জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, আগে থেকে জানানোর পরও যদি সাংবাদিকরা নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা তা সহজেই অনুমেয়।

তিনি আরও বলেন, প্রেস ক্লাবে যাঁরা যুক্ত তাঁরা বিভিন্নজন বিভিন্ন মতের সেটা আমরা জানি, এটাই স্বাভাবিক। নারায়ণগঞ্জের মানুষের দুঃখ-দুর্দশার মুখপাত্র প্রেস ক্লাব। আমরা যারা প্রেসের সাথে জড়িত, বিভিন্ন সময়ে আমরা প্রেস ক্লাবের কাছ থেকে সহযোগিতা পেয়েছি। বিভিন্ন সুখে-দুঃখে প্রেস ক্লাব আমাদের সাথে জড়িত। প্রেস ক্লাবের একটা গঠনতন্ত্র, নীতিমালা আছে। কিভাবে চলবে, কারা মেম্বার হবে না হবে, এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু প্রেস ক্লাবে হামলার ঘটনার নিন্দা জানাই এবং সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদের উপর হামলায় আহত সাংবাদিকদের প্রতি সমবেদনা জানাই। স্পষ্ট করে বলতে চাই, প্রেস ক্লাবের সকল উদ্যোগের সাথে আমরা সবসময় আছি এবং থাকবো।

প্রেস ক্লাব পরিদর্শন, আহত সাংবাদিকদের খোঁজ-খবর এবং প্রেস ক্লাবের পাশে থাকার ঘোষণা দেয়ায় রফিউর রাব্বিসহ সাংস্কৃতিক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেস ক্লাব সভাপতি আরিফ আলম দিপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা, উদীচী’র সভাপতি ও নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেস্টা ভবানী শংকর রায়, চারণ সাংস্কৃতিক গোষ্ঠির কেন্দ্রীয় আহবায়ক নিখিল দাস, সামাজিক সংগঠন সমমনা’র উপদেষ্টা দুলাল সাহা, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল হক কাজল, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল প্রমুখ।

প্রেস ক্লাবে সাংবাদিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী পরিষদ সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, মাহফুজুর রহমান, আব্দুস সালাম, আফজাল হোসেন পন্টি, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম, সদস্য নাহিদ আজাদ, প্রনব কৃষ্ণ রায়, শফিকুল ইসলাম সোহেল, হাসান উল রাকিব প্রমুখ।

Islams Group
Islam's Group