নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। শনিবার ১ ফেব্রুয়ারি বিকেলে শহরের হাজীগঞ্জ নবীগঞ্জ খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ৯ জন যাত্রী নদীতে পড়ে গেলে আশেপাশের ট্রলার এসে তাদের দ্রুত উদ্ধার করে। এই ঘটনায় কোন নিখোঁজ নেই বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জ সদর নৌ থানার পরিদর্শক আমিনুল হক বলেন, বাল্কহেডের ধাক্কায় ৯ জন যাত্রী পারাপার করা ট্রলারটি ভেঙে নদীতে ডুবে যায়। সাথে সাথে অন্যান্য ট্রলার চালকরা দ্রুত এগিয়ে গিয়ে যাত্রীদের উদ্ধার করে। ধাক্কা দেয়া বাল্কহেডটি চিহ্নিত করার চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :